সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈভব সূর্যবংশী ও রেকর্ড, এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সেটা আইপিএলে হোক বা ভারতের জার্সিতে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও 'বিস্ময় প্রতিভার' দাপট অব্যাহত। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকাল। তৈরি করল বিশ্বরেকর্ডও।
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে আয়ুষ মাত্রের সঙ্গে ওপেন করেছিল বৈভব। মাত্রে অবশ্য ৫ রানে আউট হয়ে যায়। কিন্তু বৈভবকে থামাবে কে? বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকে সে। ৫২ বলে সেঞ্চুরি হাঁকায় বৈভব। যা তরুণদের ওয়ানডে ক্রিকেটে রেকর্ড। এর আগে পাকিস্তানের কামরান গুলাম ৫৩ বলে সেঞ্চুরি করেছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিল ভারতের ১৪ বছরের ক্রিকেটার।
তবে সেঞ্চুরি করেই থামেনি। শেষ পর্যন্ত ৭৮ বলে ১৪৩ রান করে বৈভব। ১৩টি চারের পাশাপাশি হাঁকায় ১০টা ছক্কা। শুরুর ধাক্কা সামলে বৈভব যখন আউট হয়, তখন ভারতের রান ২৩৪। তাকে যোগ্য সঙ্গ দেয় ভিহান মালহোত্রাও। ১২১ বলে ১২৯ রান করে সে। ভারত তোলে ৩৬৩ রান।
ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভালো ফর্মে আছে বৈভব। এর আগের তিন ম্যাচে করেছে ১৭৯ রান। তার রান যথাক্রমে ৪৮, ৪৫ ও ৮৬। তৃতীয় ওয়ানডেতে বৈভব একাধিক রেকর্ড গড়েছে। সেই ম্যাচে হাফ সেঞ্চুরিতে পৌঁছেছিল মাত্র ২০ বলে। যা অনূর্ধ্ব-১৯ স্তরে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। আর এবার সেঞ্চুরিও হয়ে গেল।
এবারের আইপিএলে সাত ম্যাচে সুযোগ পেয়েছিল বৈভব। সব মিলিয়ে তার নামের পাশে ছিল ২৫২ রান। গড় ৩৬। তার মধ্যে একটা সেঞ্চুরি এসেছিল ৩৫ বলে। ২০৬.৫৬ স্ট্রাইক রেটে ব্যাট করেছিল ১৪ বছরের এই তারকা। আইপিএলে সবচেয়ে কম বয়সে অভিষেক করে নজির গড়ে বৈভব।
