shono
Advertisement
Mohun Bagan

ভেঙ্কটেশে মিলে গেল কেকেআর-মোহনবাগান, নাইট সহ-অধিনায়কের মুখে 'জয় মোহনবাগান'

মাঠে বসে সবুজ-মেরুন ব্রিগেডের খেলা দেখতে চান ভেঙ্কি।
Published By: Anwesha AdhikaryPosted: 04:45 PM Mar 07, 2025Updated: 05:01 PM Mar 07, 2025

সুলয়া সিংহ: ভারতীয় ফুটবল মানেই মোহনবাগান। তাই কলকাতাবাসী এবং কলকাতার সঙ্গে যুক্ত সকলের উচিত সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে গলা ফাটানো। শুক্রবার শহরে পা রেখে সাফ এই কথা জানিয়ে দিলেন ভেঙ্কটেশ আইয়ার। কেকেআর সহ-অধিনায়কের কণ্ঠে শোনা গেল জয় মোহনবাগান স্লোগানও।

Advertisement

টানা দ্বিতীয়বার আইএসএল শিল্ড জিতেছে সবুজ-মেরুন ব্রিগেড। কেবল আইএসএল নয়, এক দশকের ইতিহাস বলছে, মোহনগান এই মুহূর্তে সত্যিই ভারতের সেরা ক্লাব। গত ১০ বছর সবুজ-মেরুন তাঁবুতে যেমন ঢুকেছে দুটি আই লিগ, তেমনই ঢুকেছে দুটি আইএসএল লিগ শিল্ড এবং একটি আইএসএল কাপ। যেমন ঢুকেছে ফেড কাপ, তেমনই ঢুকেছে ডুরান্ডও। যেমন সাফল্য এসেছে কলকাতা লিগে তেমনই সেরার শিরোপা এসেছে আইএসএলে। সবমিলিয়ে, ভারতসেরার তকমা বহুদিন ধরেই রয়েছে মোহনবাগানের নামের পাশে।

সেই কথাই আরও একবার শোনা গেল নাইট তারকার মুখে। কেকেআর ভক্তদের প্রিয় ভেঙ্কি সাফ জানালেন, "ভারতীয় ফুটবল মানেই মোহনবাগান। ভারতের ফুটবল বলতে সবসময় মোহনবাগানের কথাই ভেবেছি। আমি মনে করি ভারতীয় হিসাবে, কলকাতার মানুষ হিসাবে আমাদের সকলের উচিত মোহনবাগানের পাশে থাকা, মোহনবাগানের হয়ে গলা ফাটানো।" কেকেআর সহ-অধিনায়ক আরও জানালেন, মাঠে বসে কখনও সবুজ-মেরুন ব্রিগেডের খেলা দেখেননি। কিন্তু মোহনবাগান তারকাদের সঙ্গে দেখা করে তাঁদের খেলা দেখতে তিনি খুবই আগ্রহী। শেষে 'জয় মোহনবাগান' স্লোগানও শোনা গেল ভেঙ্কির মুখে।

উল্লেখ্য, আইপিএল মেগা অকশনে ভেঙ্কটেশ আইয়ারের দাম ওঠে ২৩.৭৫ কোটি টাকা। অনেকেই ভেবেছিলেন, হয়তো এবার কেকেআর ক্যাপ্টেন করা হবে তাঁকে। একাধিকবার নাইট রাইডার্সের নেতৃত্ব নিয়ে মুখে খুলেছেন ভেঙ্কি। তবে শেষ পর্যন্ত নাইটদের অধিনায়ক হলেন অজিঙ্ক রাহানে। সহ অধিনায়ক হিসেবে থাকছেন ভেঙ্কটেশ আইয়ার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টানা দ্বিতীয়বার আইএসএল শিল্ড জিতেছে সবুজ-মেরুন ব্রিগেড।
  • কেকেআর সহ-অধিনায়ক আরও জানালেন, মাঠে বসে কখনও সবুজ-মেরুন ব্রিগেডের খেলা দেখেননি।
  • আইপিএল মেগা অকশনে ভেঙ্কটেশ আইয়ারের দাম ওঠে ২৩.৭৫ কোটি টাকা।
Advertisement