shono
Advertisement
Virat Kohli

৫৭ মাস পর ওয়ানডে'র সিংহাসন ফিরে পেলেন বিরাট, কোথায় রোহিত?

ধারাবাহিকতার আরেক নাম বিরাট কোহলি। ৩৭ বছর বয়সে যেন আরও বেশি ধারাল তাঁর ব্যাট। সাম্প্রতিক অতীতে অনবদ্য ছন্দে রয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে'তে ৯১ বলে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিলেন।
Published By: Prasenjit DuttaPosted: 03:39 PM Jan 14, 2026Updated: 04:32 PM Jan 14, 2026

ধারাবাহিকতার আরেক নাম বিরাট কোহলি (Virat Kohli)। ৩৭ বছর বয়সে যেন আরও বেশি ধারাল তাঁর ব্যাট। সাম্প্রতিক অতীতে অনবদ্য ছন্দে রয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে'তে ৯১ বলে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিলেন। এর ফল পেলেন হাতেনাতে। রোহিত শর্মাকে টপকে ৫৭ মাস পর ওয়ানডে ক্রিকেটে শীর্ষস্থান দখল করলেন কিং। 

Advertisement

অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা মিলিয়ে তিনটি ওয়ানডে’তে দু’টি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করে আইসিসি’র ওয়ানডে ক্রমতালিকায় দু’ধাপ এগিয়ে দু'নম্বরে উঠেছিলেন বিরাট। তখন রোহিতের রেটিং পয়েন্ট ছিল ৭৮১। কোহলির ৭৭৩। অর্থাৎ দুই মহারথীর পয়েন্টের পার্থক্য ছিল মাত্র ৮। সামান্য সেই ব্যবধান সহজেই মিটিয়ে সিংহাসন ফিরে পেলেন বিরাট।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে'র পর কোহলির রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৭৮৫। রান না পাওয়ায় রোহিতের রেটিং পয়েন্ট কমে ৭৭৫-এ। এক নম্বরে দু'ধাপ নেমে তিনে নেমে গিয়েছেন হিটম্যান। কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে'র আগে শেষ পাঁচ ৪৬৯ রান করেছেন কোহলি। যার মধ্যে দু’টি সেঞ্চুরি এবং তিনটি হাফসেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ানডে'তে বিরাট করেছিলেন ৩০২ রান। গড় ১০০-র উপরে। তাছাড়াও ২০২৫ সালের ১৩ ইনিংসে মোট ৬৫১ রান করেছেন। গড় ৬৫.১০। যা একই ক্যালেন্ডার বছরে সর্বাধিক রানের নজির।

প্রায় পাঁচ বছর পর সিংহাসন ফিরে পেলেন বিরাট। ২০২১ সালের এপ্রিলে আইসিসি'র ওয়ানডে ক্রমতালিকায় এক নম্বরে ছিলেন তিনি। এরপর তাঁর জায়গায় চলে আসেন পাকিস্তানের বাবর আজম। সেখান থেকে অনবদ্য পারফরম্যান্সে এই উত্থান বিরাটের। উল্লেখ্য, তাঁর পরে ৭৮৪ রেটিং নিয়ে কিউয়ি তারকা ডারিল মিচেল। ক্রমতালিকায় চার নম্বরে আফগান তারকা ইব্রাহিম জাদরান। তাঁর রেটিং পয়েন্ট ৭৬৪। চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি শুভমান গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন। এর ফলে ৭২৩ থেকে রেটিং পয়েন্ট ৭২৫-এ পৌঁছেছেন তিনি। তিনি রয়েছেন পাঁচে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রায় আড়াই বছর পর সেঞ্চুরি হাঁকিয়ে ৭২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ বাবর আজম। ৭০৮ পয়েন্ট নিয়ে সপ্তমে আইরিশ ক্রিকেটার হ্যারি টেক্টর। ৭০১ পয়েন্ট নিয়ে আটে ক্যারিবিয়ান তারকা শাই হোপ। এক ধাপ উঠে ৬৯০ পয়েন্ট নিয়ে দশ নম্বরে শ্রীলঙ্কার চরিথ আশালঙ্কা। শ্রেয়স আইয়ার রয়েছে দশ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৬৮২। একাদশ স্থানে আরও এক ভারতীয় তারকা কেএল রাহুল (৬৫৪)। তবে বিরাটকে র‍্যাঙ্কিং শীর্ষে দেখে আপ্লুত নেটিজেনরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement