shono
Advertisement

Breaking News

Champions Trophy

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেন করবেন বিরাট? টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে জল্পনা

গ্রুপ শীর্ষ থেকে শেষ চারে কে যাবে, ঠিক হবে রবিবারের ম্যাচের পরেই।
Published By: Anwesha AdhikaryPosted: 11:58 AM Feb 28, 2025Updated: 11:58 AM Feb 28, 2025

আলাপন সাহা: চ্যাম্পিয়ন্স ট্রফির 'বি' গ্রুপ যতটা নাটকীয় পর্যায়ে রয়েছে, 'এ' গ্রুপের পরিস্থিতি ঠিক ততটাই বিপরীত। ইংল্যান্ডকে হারিয়ে আফগান রূপকথা লেখার পর একটা ব্যাপার পরিষ্কার হয়ে গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ড বিদায় নিয়েছে। ওই গ্রুপ থেকে বাকি তিনটে টিমের মধ্যে কোন দু'টো দল সেমিফাইনালে যাবে, সেটার জন্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 'এ' গ্রুপে অবশ্য রোমাঞ্চের ছিটেফোঁটা নেই। ভারত আর নিউজিল্যান্ড, দু'টো টিমই নিজেদের প্রথম দু'টো করে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। আগামী রবিবার ভারত বনাম নিউজিল্যান্ডের গ্রুপের শেষ ম্যাচ সে অর্থে নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। যদিও গ্রুপ শীর্ষ থেকে শেষ চারে কে যাবে, তার নির্ধারণ হবে ওই ম্যাচেই।

Advertisement

এসব পড়ে আবার ভাবতে বসবেন না রোহিত শর্মারা শেষ ম্যাচ হালকাভাবে নিচ্ছেন। বরং বলা হচ্ছে, ভারতীয় টিম আগের দু'টো ম্যাচে যেরকম মানসিকতা নিয়ে নেমেছিল, আগামী রবিবারও ঠিক একইরকম মনোভাব নিয়েই নামবে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভাবনা খুব স্পষ্ট-সেমিফাইনালের আগে মোমেন্টাম কোনওভাবেই নষ্ট করা যাবে না। তাছাড়া আইসিসি ইভেন্টে প্রতিপক্ষ হিসাবে নিউজিল্যান্ড বরাবরই ভারতকে ভুগিয়ে এসেছে। কে জানে, রোহিতরা তাই হয়তো একটু বাড়তি সতর্ক।

তবে ভারতীয় অন্দরমহলের ছবিটা একেবারে ফুরফুরে। বুধবার বিকেলে প্র্যাকটিস সেশন ছিল টিমের। সেটা বেশ লম্বা সময় ধরে চলেছিল। সেখানে না থাকায় শুভমান গিলকে নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। বৃহস্পতিবার কিন্তু অনুশীলন করতে দেখা গেল তাঁকে। আসলে এদিন ভারতীয় দলের অনুশীলন ছিল না। টিমকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সবাইকে চমকে দিয়ে অনুশীলনে আসেন গিল। একাই কয়েকজন সাপোর্ট স্টাফকে নিয়ে বেশ কিছুক্ষণ অনুশীলন করে গেলেন এই তারকা ব্যাটার। অবশ্য ভারতীয় শিবির সূত্রে যা খবর, গিলকে নিয়ে টিম ম্যানেজমেন্টও কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না। তিনি দুরন্ত ফর্মে রয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। পাকিস্তান ম্যাচেও রান পেয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধে ছ'টা থেকে ট্রেনিং রয়েছে ভারতীয় টিমের। নিউজিল্যান্ড ম্যাচের আগে এটাই শেষ ট্রেনিং টিমের। শনিবারও পুরো টিমকে বিশ্রাম দেওয়া হবে। যেহেতু নিউজিল্যান্ড ম্যাচের চব্বিশ ঘটার পরই সেমিফাইনাল, রিকভারির খুব বেশি সুযোগ থাকছে না। ঠিক হয়েছে, কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে নামার আগে অতিরিক্ত ট্রেনিংয়ের কোনও প্রয়োজন নেই। বরং যতটা সম্ভব তরতাজা রাখতে হবে ক্রিকেটারদের।

শুক্রবার ট্রেনিং সেশন খুব গুরুত্বপূর্ণ গিলের জন্য। যদি দেখা যায় তিনি পুরোপুরি ফিট হয়ে গিয়েছেন, তাহলে তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলানো হতে পারে। গিল যদি খেলতে না পারেন, তাহলে বিকল্পও তৈরি রাখা হচ্ছে। ঋষভ পন্থ খেলবেন। প্রথম দু'টো ম্যাচে তিনি খেলেননি। পাকিস্তান ম্যাচের আগে আবার ঋষভও ভাইরালে আক্রান্ত হয়েছিলেন। তবে এখন পুরোপুরি সুস্থ। বুধবার অনুশীলনে দীর্ঘক্ষণ ব্যাটও করতে দেখা যায় ঋষভকে। তিনটে নেটে ঘুরে ঘুরে একঘণ্টার উপর ব্যাট করেন পন্থ। এখানে বলে রাখা ভালো, অধিনায়ক রোহিত নিয়েও অনিশ্চয়তার কোনও পরিস্থিতি নেই। পাকিস্তানের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত। বুধবার দলের সঙ্গে অনুশীলনে এলেও নেটে তেমন ব্যাটিং করেননি। তারপর থেকেই ভারতীয় ক্রিকেটমহলজুড়ে একটা জল্পনার সৃষ্টি হয়-তাহলে কি এই ম্যাচে রোহিতও খেলবেন না? খবর যা, তাতে রোহিতকে নিয়ে চিন্তার তেমন কারণ নেই। সূত্র মারফত যা জানা গেল, শুভমান না খেললে ব্যাটিং অর্ডারেও বেশ কিছু বদল হতে পারে। রোহিতের সঙ্গে তখন ওপেন করতে পারেন বিরাট। সাদা বলের ক্রিকেটে বিরাট এর আগেও ওপেন করেছেন। তবে লোকেশ রাহুলকে দিয়েও ওপেন করার একটা ভাবনা-চিন্তা করে রাখা হয়েছে। কিন্তু কেএল-কে দিয়ে ওপেন করাতে গেলে ব্যাটিং অর্ডারে অনেক বদল করতে হতে পারে। তাই শুভমান না খেললে যদি বিরাট ওপেন করতে আসেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় টিম আগের দু'টো ম্যাচে যেরকম মানসিকতা নিয়ে নেমেছিল, আগামী রবিবারও ঠিক একইরকম মনোভাব নিয়েই নামবে।
  • ভারতীয় শিবির সূত্রে যা খবর, গিলকে নিয়ে টিম ম্যানেজমেন্টও কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না।
  • গিল যদি খেলতে না পারেন, তাহলে বিকল্পও তৈরি রাখা হচ্ছে। ঋষভ পন্থ খেলবেন।
Advertisement