সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইটালিই যেন অগ্রদূত। জো বার্নসদের সাফল্যে ইউরোপীয় ক্রিকেটে সম্ভাবনা দেখছে আইসিসি। আগামী দিনে ইউরোপ এবং আফ্রিকায় ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে নয়া উদ্যোগ নেওয়ার কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপ ২০ দল থেকে বাড়িয়ে ২৪ দলের করার কথা ভাবছেন জয় শাহরা। আইসিসির বার্ষিক সভায় এ নিয়ে আলোচনা করা হবে বলে সূত্রের খবর।
১ ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আইসিসি-র চার দিনের বার্ষিক সাধারণ সভা। জয় শাহর অধীনে এটাই প্রথম বার্ষিক সাধারণ সভা। সেখানেই টি-২০ বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে। ২০২৬ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টা দল। ইতিমধ্যেই ইটালির মতো দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। আইসিসি মনে করছে ইটালির সাফল্যই দেখিয়ে দিল ইউরোপ বা আফ্রিকার মতো এলাকায় ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর জায়গা আছে। সেই লক্ষ্যে এই এলাকার দেশগুলিকে বিশ্বমঞ্চে আরও বেশি করে তুলে আনতে চায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেকারণেই আগামী দিনে টি-২০ বিশ্বকাপ ২৪ দলের করার ভাবনা রয়েছে আইসিসির।
বার্ষিক সাধারণ সভায় টি-২০ বিশ্বকাপ ছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও আলোচনা হতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাটেও বড়সড় বদলের প্রস্তাব রয়েছে আইসিসির কাছে। জানা যাচ্ছে, দুই সারির টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা হতে পারে আইসিসির আসন্ন বৈঠকে। আইসিসি থেকে নতুন যে পরিকল্পনার কথা ভাবা হচ্ছে, সেখানে টেস্ট খেলিয়ে দেশগুলিকে দুভাগে বিভক্ত করা হবে। যার প্রথম সারিতে থাকবে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান। দ্বিতীয় সারিতে থাকবে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবোয়ে।
যদি এই টু-টায়ার প্রয়োগ করা হয়ও, তাহলে সেটা ২০২৭ পর্যন্ত টেস্ট সিরিজ চক্রের পরই হবে। টি-২০ বিশ্বকাপ নিয়ে কোনও বদল এলেও সেটাও ২০২৬-এর পরের বিশ্বকাপ থেকেই কার্যকর হতে পারে।
