সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দল বাড়ছে পাকিস্তান সুপার লিগে। ধুমধাম করে নিলামে আরও দু'টি দল যুক্ত হল পিএসএলে। কিন্তু তাতে যে দাম উঠল, তা দেখে নেটিজেনরা বলছেন, 'এত সস্তা!' কারণ, এক-একটি দলের মূল্য আইপিএলে ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা যা বেতন পান, তার কাছাকাছি।
পিএসএলকে বিশ্বের সেরা লিগ করার 'দিবাস্বপ্ন' বহুদিন ধরেই দেখছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। সেই উদ্দেশ্যে দেশ-বিদেশে প্রচারাভিযানও করছেন। অবশেষে দু'টি নতুন দলের মালিক মিলল। একটি রিয়েল এস্টেট সংস্থা শিয়ালকোট ফ্রাঞ্চাইজিকে কিনেছে। অন্যদিকে আমেরিকার এফকেএস গ্রুপ হায়দরাবাদ দল কিনেছে। দু'টি দল মিলিয়ে মোট খরচ পড়েছে ভারতীয় মুদ্রায় ১১৪ কোটি টাকা। অর্থাৎ এক-একটি দল কিনতে খরচ পড়েছে মোটামুটি ৫৬-৫৭ কোটি টাকা।
এদিকে আইপিএলে গতবারের মেগা নিলামে শ্রেয়স আইয়ারকে পাঞ্জাব কিংস কিনেছিল ২৬.৭৫ কোটি টাকা। আর লখনউ সুপার জায়ান্টস ২৭ কোটি টাকা দিয়ে কিনেছিল ঋষভ পন্থকে। অর্থাৎ দু'জনের মিলিত বেতন প্রায় ৫৪ কোটি টাকা। যা পিএসএলে একটি নতুন দলের মূল্যের কাছাকাছি। আরও মজার বিষয়, এবার মিনি নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ৯ জন ক্রিকেটারের মোট দামের থেকেও কম দাম বিক্রি হয়েছে পিএসএলের দু'টি ফ্রাঞ্চাইজি।
পার্থক্যটা আরও চোখে পড়বে আইপিএলের কোনও দল বিক্রির অঙ্কের দিকে তাকালে। ২০২১ সালে আইপিএলে দু'টি নতুন দল যুক্ত হয়েছিল। যার একটির দাম ওঠে ৫৬২৫ কোটি টাকা ও আরেকটির ৭০৯০ কোটি টাকা। যা পিএসএলের এক-একটি দলের থেকে ১০০ থেকে ১২৫ গুণ দাম। এবছরের ২৬ মার্চ শুরু হওয়ার কথা রয়েছে পাকিস্তান সুপার লিগ। কিন্তু পিসিবি দু'টো দলের জন্য যে দরপত্র আশা করেছিল, তা পায়নি।
