সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের দেশকে সাবধান করতে গিয়ে জুটল দেশদ্রোহী তকমা! ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে নামা নিয়ে ডামাডোলের মাঝে বাংলাদেশ বোর্ডকে কিছু কথা মনে করিয়ে দিয়েছিলেন সেদেশের প্রাক্তন ওপেনার তামিম ইকবাল (Tamim Iqbal)। কিন্তু প্রাক্তন অধিনায়ককে সটান 'ভারতের দালাল' বলে দাগিয়ে দিলেন বাংলাদেশ বোর্ডের অন্যতম ডিরেক্টর নাজমুল ইসলাম।
বাংলাদেশি ক্রিকেটাররা ভারতের মাটিতে নিরাপদ নন, এই কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে চাইছে না বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসাবে শ্রীলঙ্কায় খেলতে চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ বোর্ড। এহেন ডামাডোলের মধ্যে মুখ খুলেছেন তামিম। তিনি সাফ বলে দিচ্ছেন, “আমার মতে, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ, ভবিষ্যৎ এবং বাকি সব কিছু মাথায় রেখেই যে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত। কথাবার্তার মাধ্যমে সমস্যা মেটানো গেলে তার চেয়ে ভাল কিছু হয় না।”
তামিমের মতে, “সবার আগে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের কথা ভাবা উচিত। আমাদের বোর্ডের ৯০-৯৫ শতাংশ অর্থ আসে আইসিসি থেকে। তাই সেটা ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত।” অহেতুক বিসিসিআই বা আইসিসির বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করাটা যে আসলে বাংলাদেশের ক্রিকেটেরই ক্ষতি করবে, সেটা ভালোই বুঝেছেন প্রাক্তন ওপেনার। সেই বাস্তব বুঝেই তিনি বিসিবিকে সতর্ক করতে চেয়েছেন।
কিন্তু তামিমের এই চেষ্টাকে তুমুল অসম্মান করলেন তাঁরই দেশের ক্রিকেট বোর্ডের অন্যতম ডিরেক্টর নাজমুল ইসলাম। তামিমের মন্তব্যের ভিডিও ফেসবুকে শেয়ার করে নাজমুলের তোপ, 'এইবার আরও একজন পরিক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।' অর্থাৎ তামিম যে ভারতের 'দালালি' করছেন সেটার প্রমাণ মিলেছে বলেই দাবি বিসিবি বোর্ড ডিরেক্টরের। উল্লেখ্য, বাংলাদেশ বোর্ডের কার্যকলাপ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলেছেন তামিম। বোর্ডের নির্বাচনে মনোনয়ন দিয়েও তা প্রত্যাহার করতে বাধ্য হন। এবার তাঁকে সরাসরি 'ভারতের দালাল' বলে আক্রমণ করল বিসিবি।
