shono
Advertisement
BCCI contract

টি-টোয়েন্টির পর টেস্ট থেকে অবসর, এবার কেন্দ্রীয় চুক্তিতেও অবনমন বিরাট-রোহিতের? মুখ খুলল BCCI

বিরাট-রোহিতরা আপাতত বোর্ডের A+গ্রেডের চুক্তিতে রয়েছেন।
Published By: Subhajit MandalPosted: 04:08 PM May 14, 2025Updated: 04:44 PM May 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছিলেন। এবার প্রায় একই সময়ে দীর্ঘতম ফরম্যাটকেও বিদায় জানালেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। যার অর্থ, এখন মাত্র একটি ফরম্যাটে জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন তাঁরা। সেটা ওয়ানডে। প্রশ্ন হল, মাত্র একটি ফরম্যাটে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা দুই মহাতারকা কি এরপরও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে A+ গ্রেডে থাকবেন?

Advertisement

বোর্ডের নিয়ম অনুযায়ী যে ক্রিকেটাররা নিয়মিত তিন ফরম্যাটে খেলেন শুধু তাঁরাই A+ গ্রেডে থাকেন। যদিও চলতি বছর রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার ক্ষেত্রে সেই নিয়মের ব্যতিক্রম হয়েছিল। এই তিন তারকাই চুক্তি ঘোষণার আগে টি-২০ থেকে অবসর নিয়েছেন চুক্তি ঘোষণার আগে। তারপরও তাঁদের রাখা হয় কেন্দ্রীয় চুক্তির শীর্ষতম গ্রেডে। জশপ্রীত বুমরাহর পাশাপাশি এই তিন তারকাও ঠাঁই পান A+ গ্রেডে। মূলত ভারতীয় ক্রিকেটে তাঁদের অবদানের কথা ভেবেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন প্রশ্ন হল টেস্টে অবসরের পরও কি A+ গ্রেডেই থাকবেন রোহিত-বিরাটরা? এ নিয়ে মুখ খুললেন খোদ বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।

বিসিসিআই সচিব জানিয়ে দিলেন, অবসর নিলেও বিরাট-রোহিতদের কেন্দ্রীয় চুক্তিতে কোনওরকম অবনমনের মুখে পড়তে হবে না। দেবজিৎ সাইকিয়া বলছেন, "অবসর নিলেও বিরাট কোহলি এবং রোহিত শর্মা বোর্ডের A+ গ্রেডেই থাকবেন। ওরা এখনও পুরোপুরি ভারতীয় ক্রিকেটের অংশ। তাই A+ গ্রেডে যা যা সুযোগ সুবিধা পাওয়া উচিত সবটাই তাঁরা পাবেন।" বোর্ড সচিবের কথায় স্পষ্ট, অবসর নিলেও রো-কো ভারতীয় ক্রিকেটের এলিট ক্লাসেই থেকে যাবেন। অন্তত যতদিন না বিসিসিআই নতুন করে বার্ষিক চুক্তি ঘোষণা করছে, ততদিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বোর্ডের নিয়ম অনুযায়ী যে ক্রিকেটাররা নিয়মিত তিন ফরম্যাটে খেলেন শুধু তাঁরাই A+ গ্রেডে থাকেন।
  • যদিও চলতি বছর রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার ক্ষেত্রে সেই নিয়মের ব্যতিক্রম হয়েছিল।
  • বিরাট-রোহিতরা আপাতত বোর্ডের A+গ্রেডের চুক্তিতে রয়েছেন।
Advertisement