সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩ অক্টোবর থেকে শুরু হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ থেকে সরে যাওয়ার পর এই মেগা টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। সম্প্রতি নতুন ভেন্যুতে সব ম্যাচের সূচিও প্রকাশ করেছে আইসিসি। এর মধ্যে ভারতের ১৫ জনের দল ঘোষণা করে দিল বিসিসিআইও। অধিনায়ক থাকছেন হরমনপ্রীত কউর। বাংলা থেকে দলে সুযোগ পেয়েছেন রিচা ঘোষ।
মহিলাদের বিশ্বকাপে ভারতের দল: হরমনপ্রীত কউর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), শেফালী বর্মা, যস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), পূজা বস্ত্রকার, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, সজনা সজীবন, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং, দয়ালান হেমলতা এবং আশা সোভানা।
তবে এর মধ্যে যস্তিকা ভাটিয়া ও শ্রেয়াঙ্কা পাতিলের ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। তাঁরা ফিট হলে তবেই বিশ্বকাপে নামার ছাড়পত্র পাবেন। এছাড়া রিজার্ভ দলে আছেন উমা ছেত্রী, তনুজা কানওয়ার ও সাইমা ঠাকর। গত বিশ্বকাপে ভারতীয় মহিলা দল সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। মাত্র ৫ রানের জন্য অ্যালিসা হিলিদের কাছে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে পুরুষদের দল। হরমনপ্রীতরাও চাইবেন রোহিত শর্মাদের মতো বিশ্বজয়ের মুকুট পরতে।
[আরও পড়ুন: দলীপ ট্রফির দলে নেই জাদেজা, অসুস্থতার জন্য বাদ পড়লেন সিরাজও]
এবার মহিলাদের বিশ্বকাপে অংশগ্রহণ করবে দশটি দেশ। প্রতিটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। ওই দিনই শুরু হবে ভারতের অভিযান। হরমনপ্রীত কৌরদের সামনে নিউজিল্যান্ড। গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মাঠে নামবে ৫ অক্টোবর। তাদের সামনে শ্রীলঙ্কা। ভারত-পাকিস্তানের মহারণ হবে ৬ অক্টোবর। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ অক্টোবর। ফাইনাল ২০ অক্টোবর।