shono
Advertisement
WPL final

অধরা WPL খেতাবের খোঁজে দিল্লি, দাপুটে ব্যাটিং ভরসা মুম্বইয়ের, কখন-কোথায় দেখা যাবে ফাইনাল?

এর আগে দুবার ফাইনালে উঠলেও WPL জিততে পারেনি দিল্লি।
Published By: Arpan DasPosted: 10:24 AM Mar 15, 2025Updated: 02:32 PM Mar 15, 2025

স্টাফ রিপোর্টার: এ যেন দুবছর আগের ফাইনালের অ্যাকশন রিপ্লে। ২০২৩ WPL ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এবার ফাইনালে সেই হিসেবটা বদলাতে চাইছে দিল্লি। একই সঙ্গে প্রথম ট্রফির খোঁজে রয়েছে দিল্লি শিবির। পুরো টুর্নামেন্ট জুড়েই এবার দাপুটে ক্রিকেট খেলেছে দিল্লি। গ্রুপ শীর্ষেও ছিল তারা। টিমের মেন্টর হিসেবে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

ফাইনালেও একইরকম দাপুটে ক্রিকেট খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী দিল্লি টিম। অধিনায়ক মেগ ল্যানিং ভালো ফর্মে রয়েছেন। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে শেষ ম্যাচে ৯২ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়াও দিল্লির বড় ভরসা শেফালি বর্মা। ল্যানিং আর শেফালি শুরুটা কেমন করেন তার উপর ফাইনালের ভাগ্য অনেকটাই নির্ভর করবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও জেমাইমা রডরিগেজ, তিতাস সাঁধুর মতো ক্রিকেটাররা রয়েছেন।

তবে মুম্বইয়ের ব্যাটিংকে আটকানো বড় চ্যালেঞ্জ হতে চলেছে দিল্লির বোলারদের কাছে। মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কউর বলে দিয়েছেন, তাঁদের টিমের ব্যাটিং গভীরতা বেশ ভালো। যার ফলে টপ অর্ডার অনেক খোলা মনে খেলতে পারছে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারছে। দিল্লির লক্ষ্য এবার পরিসংখ্যান বদলানো। তবে অতীত নিয়ে একেবারেই ভাবছেন না দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। তাঁর সাফ বক্তব্য, "অতীতে কী হয়েছে সেসব না ভেবে ফাইনালে পারফর্ম করতে হবে। যে সুযোগ পেয়েছি, তা কাজে লাগাতে হবে। ফাইনালে টুর্নামেন্টের সেরা খেলাটা খেলতে হবে। মুম্বইকে চাপে ফেলতে আমরা তৈরি।" গত দুটো ডব্লুপিএলের ফাইনাল খেলেছে দিল্লি। দুটো ক্ষেত্রেই রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। ফাইনালে এবার মুম্বইকে হারিয়ে শেফালিরা ট্রফি জিততে পারেন কি না, সেটাই দেখার।

আজ, শনিবার রাত আটটা থেকে শুরু WPL ফাইনাল। টস হবে রাত সাড়ে সাতটায়। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি দুই দল। জিও হটস্টার অ্যাপ ও স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি ম্যাচ দেখা যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এ যেন দুবছর আগের ফাইনালের অ্যাকশন রিপ্লে।
  • ২০২৩ ডব্লুপিএল ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস।
  • এবার ফাইনালে সেই হিসেবটা বদলাতে চাইছে দিল্লি। একই সঙ্গে প্রথম ট্রফির খোঁজে রয়েছে দিল্লি শিবির।
Advertisement