অভিষেক শর্মার ক্রিকেটীয় কেরিয়ারের সবটা জুড়ে রয়েছেন একজন। যুবরাজ সিং। শুরুতে ওপেনার ছিলেন না অভিষেক। যুবরাজের পরামর্শে ওপেনিং শুরু করেন তিনি। রবিবার গুয়াহাটিতে আর একটু হলে নিজের 'গুরুর' রেকর্ড ভেঙে দিচ্ছিলেন অভিষেক। তবে শেষ পর্যন্ত পারেননি। সেই নিয়ে প্রিয় শিষ্যকে মিষ্টি কটাক্ষ ছুড়ে দিয়েছেন যুবি। অন্যদিকে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ভাবছে, অভিষেকের ব্যাটেই রয়েছে কোনও অতিমানবিক ক্ষমতা যার ফলে এমন ইনিংস খেলতে পারেন তরুণ তুর্কি।
ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরির নজির রয়েছে যুবরাজের। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন যুবরাজ। সেই ম্যাচেই স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন। গুয়াহাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষেক হাফসেঞ্চুরি করেন ১৪ বলে। ভারতীয়দের মধ্যে যা দ্বিতীয় দ্রুততম। শেষপর্যন্ত অভিষেক ২০ বলে৬৮ রানে অপরাজিত থাকেন।
প্রিয় ছাত্রের এই ঝোড়ো ব্যাটিংয়ে নিশ্চই গর্বিত হয়েছেন গুরু যুবরাজ। তবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কটাক্ষ করেছেন ভারতীয় ওপেনারকে। এক্স হ্যান্ডেলে অভিষেকের ছবি পোস্ট করে যুবি লেখেন, 'এখনও তো ১২ বলে হাফসেঞ্চুরি করতে পারলে না।' সঙ্গে মজার ইমোজি। তবে ছাত্রকে কুর্নিশ জানিয়ে যুবি আরও লিখেছেন, 'খুব ভালো খেলেছ। এইভাবেই আরও এগিয়ে যাও।' উল্লেখ্য, অভিষেকের বেড়ে ওঠায় যুবরাজের অবদান অনস্বীকার্য। তারকা ব্যাটারের বাবা রাজকুমার শর্মার স্পষ্ট মত, "যুবরাজের জন্য জন্যই কেরিয়ারে এতটা সফল ছেলে।"
গত একবছর ধরে অভিষেক ধারাবাহিকভাবেই মারমার কাটকাট ব্যাটিং করে যাচ্ছেন। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিপক্ষ টিমগুলোকে চিন্তায় রাখার পক্ষে যথেষ্ট। গুয়াহাটিতে ম্যাচের পর নিউজিল্যান্ড ক্রিকেটাররা আবার মজা করে অভিষেকের ব্যাট পরীক্ষা করছিলেন। ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনাররা দেখতে চাইছিলেন, এই ব্যাট দিয়ে অভিষেক কীভাবে ওরকম দানবীয় ব্যাটিং করেন। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আশা, এভাবেই ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান অভিষেক। বিশ্বকাপ ধরে রাখতে হবে তো!
