shono
Advertisement
Yuzvendra Chahal

'সবকিছু ঘেঁটে আছে,' ধনশ্রীর সঙ্গে ডিভোর্সে মনখারাপ চাহালের? তারকার পোস্ট ঘিরে জল্পনা

গত ১৮ মাস ধরে আলাদা থাকছিলেন জাতীয় দলের তারকা স্পিনার চাহাল এবং ডান্সার।
Published By: Sulaya SinghaPosted: 11:02 AM Mar 01, 2025Updated: 11:02 AM Mar 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মা। নিজেরাই সোশাল মিডিয়ায় সে খবর জানিয়েও দিয়েছেন। আপাতত আদালতে চলছে ডিভোর্সের মামলা। কিন্তু এমন পরিস্থিতিতে কি মন উথাল পাথাল চাহালের? ভারতীয় স্পিনারের নয়া পোস্ট ঘিরে ছড়িয়েছে জল্পনা।

Advertisement

দিন কয়েক আগেই আদালতে ডিভোর্সের মামলা করেছেন তারকা দম্পতি। বান্দ্রা ফ্যামিলি কোর্টে শুনানির জন্য হাজিরও ছিলেন চাহাল ও ধনশ্রী। যদিও ধনশ্রীর আইনজীবী জানিয়েছেন, এখনও মামলার নিষ্পত্তি হয়নি। আইনজীবী অদিতি মোহন জানান, "বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারব না। বিষয়টি বিচারাধীন। এই নিয়ে অনেক ভুয়ো খবর ঘুরে বেড়াচ্ছে। মিডিয়া সত্যিটা জানুক।" তবে এসবের মাঝেই চাহালের ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে শুরু হয়েছে চর্চা। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'ইটস্ কেওস। বি কাইন্ড।- মিশেল ম্যাক নমারা। (সবকিছু ঘেঁটে আছে। দয়া করে মানবিক হোন।)' এর আগে লিখেছিছেন, 'ঈশ্বর রক্ষা করেছেন।' এরপরই নেটদুনিয়ার একাংশের প্রশ্ন, তবে কি মনখারাপ চাহালের? নাকি বাইরের হাজারো আলোচনায় বিরক্ত?

সূত্রের খবর, গত ১৮ মাস ধরে আলাদা থাকছিলেন জাতীয় দলের তারকা স্পিনার চাহাল এবং ডান্সার। সেই কথা আদালতে জানান তাঁরা। ডিভোর্সের কারণ হিসাবে জানান, একে অপরের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। দুপক্ষের কথা শোনার পরে বিচারক তাঁদের ৪৫ মিনিট কথা বলতে নির্দেশ দেন। কাউন্সেলিংও হয় তাঁদের। সময়সীমা শেষ হওয়ার পরে দুজনেই জানান, ডিভোর্স চান তাঁরা। তবে যাবতীয় প্রক্রিয়া এখনও সম্পন্ন শেষ হয়নি বলেই খবর।

এরই মধ্যে আবার শোনা গিয়েছিল, বিচ্ছেদের পর খোরপোশ হিসেবে চাহালের থেকে নাকি ৬০ কোটি টাকা দাবি করেছেন ধনশ্রী। যদিও এমন খবর অস্বীকার করেছে ধনশ্রীর পরিবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিন কয়েক আগেই আদালতে ডিভোর্সের মামলা করেছেন তারকা দম্পতি।
  • বান্দ্রা ফ্যামিলি কোর্টে শুনানির জন্য হাজিরও ছিলেন চাহাল ও ধনশ্রী।
  • যদিও ধনশ্রীর আইনজীবী জানিয়েছেন, এখনও মামলার নিষ্পত্তি হয়নি।
Advertisement