সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মাঝেই সুখবর লখনউ শিবিরে। বাবা হলেন এলএসজি মেন্টর জাহির খান। বুধবার স্ত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে পুত্রসন্তানের ছবি শেয়ার করেন ভারতের প্রাক্তন পেসার। বিয়ের আট বছর পর বাবা হলেন জাহির।

২০১৭ সালে বলি অভিনেত্রীর সঙ্গে বিয়ে হয় জাহিরের। তাঁরা ছেলের নাম রেখেছেন ফাতেহসিন খান। সোশাল মিডিয়ায় পুত্রসন্তানের সঙ্গে নিজেদের ছবি শেয়ার করেছেন তাঁরা। যদিও সন্তানের মুখ দেখাননি। তাঁরা লিখেছেন, 'অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে আমাদের আদরের পুত্রসন্তানকে স্বাগত জানাচ্ছি।' বিনোদন দুনিয়া থেকে ক্রিকেট জগৎ, অনেকেই অভিনন্দন জানাচ্ছেন জনপ্রিয় দম্পতিকে। সেই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন হরভজন সিং, সারা তেণ্ডুলকর, সুরেশ রায়না, আকাশ চোপড়া প্রমুখরা।
২০১৬ সালে যুবরাজের সিংয়ের বিয়ের অনুষ্ঠানে জাহির-সাগরিকার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। পরের বছরই তাঁদের বিয়ে হয়। 'চক দে! ইন্ডিয়া' সিনেমার মাধ্যমে প্রচারের আলোয় আসেন সাগরিকা। পরে আরও কয়েকটি সিনেমা বা সিরিজে কাজ করলেও সেভাবে জনপ্রিয়তা পাননি। অন্যদিকে ২০১৫ সালে ক্রিকেটকে বিদায় জানান জাহির। বর্তমানে তিনি লখনউ সুপার জায়ান্টসের মেন্টর।
আপাতত ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পাঁচ নম্বরে আছে লখনউ। আগের ম্যাচে চেন্নাইয়ের কাছে হারলেও শনিবার রাজস্থানের বিরুদ্ধে লড়াই তাদের। তার মাঝেই সুখবর লখনউ শিবিরে।