সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ওয়ার্ক ফ্রম হোম’ তো শুনেছেন, যদি বলা হয় ‘ওয়ার্ক ফ্রম সি’, তাহলে! ভাবছেন সমুদ্র থেকে অফিসের কাজ। তবে শুধু কাজ নয়, তিন বছর ধরে জাহাজে ঘুরে ১৩৫ দেশ দর্শন! হ্যাঁ, এরকমটাই বন্দোবস্ত করে ফেলেছে ‘লাইফ অ্যাট সি’ নামে এক ক্রুজ সংস্থা। যারা ৩ বছরে ঘুরে দেখাবে ৭ টি মহাদেশের ১৩৫ টি দেশ। আর এই বেড়ানোর পোশাকি নাম ”অ্য়ারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর থ্রি ইয়ারস”। দেশ দেখার সঙ্গে সঙ্গে এই বেশ কিছু ‘ওয়ান্ডার’ দর্শনও করাবে।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, অনেকেই মনে করছেন চাকরি ছেড়ে ৩ বছর ধরে বিশ্ব ভ্রমণ করার কোনও মানে হয় না। সেই চিন্তাভাবনাকে দূরে সরিয়ে রাখতে আমরা জাহাজের মধ্যে এমন পরিকাঠামো তৈরি করা হয়েছে যাতে জাহাজ থেকে বসেই অফিসের কাজ করা যাবে।
[আরও পড়ুন: উত্তরবঙ্গের পক্ষী জগতের বাসিন্দা ৭৫০! তাদের চেনাতে শুরু হল ‘উত্তরবঙ্গ পাখি উৎসব’ ]
এই জাহাজের মধ্যে রয়েছে অন্যান্য নানা পরিষেবা। রয়েছে জিম, স্পা, সুইমিংপুল, সিনেমাহল এবং আলাদ করে কনসার্ট অডিটোরিয়াম।
কত টাকা খরচ পড়বে এই যাত্রায়?
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মাথা পিছু এর খরচা পড়বে ২৯,৯৯৯ মার্কিন ডলার, ভারতী মুদ্রায় যার মূল্য ২৪,৫১,৩০০টাকা থেকে শুরু করে ১০৯,৯৯৯ মার্কিন ডলার অর্থাৎ ভারতী মুদ্রায় যার মূল্য ৮৯,৮৮,৩২০ টাকা। তবে এই খরচ কিন্তু মাত্র এক বছরের জন্য।
[আরও পড়ুন: চৈত্রের গরমেও মাইথন ট্যুরিজমে নয়া দিশা দেখাচ্ছে ‘পলাশ উৎসব’, দেরি না করে ঘুরেই আসুন ]