shono
Advertisement

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল গোটা বাড়ি! তীব্র চাঞ্চল্য নরেন্দ্রপুর এলাকায়

বাড়ি ফাঁকা থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
Posted: 04:51 PM Dec 29, 2023Updated: 06:47 PM Dec 29, 2023

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফাঁকা বাড়িতে আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ (Cylindar Blast)। তীব্র বিস্ফোরণে উড়ে গেল গোটা বাড়ি। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘিরে তুমুল আতঙ্ক ছড়াল  নরেন্দ্রপুর (Narendrapur) এলাকায়। বাড়িতে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। কীভাবে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটল, তদন্তে নেমেছে পুলিশ। 

Advertisement

জানা যাচ্ছে, শুক্রবার দুপুরে রুবি হাসপাতালের পিছন দিকে জগদীশপোতা এলাকা আচমকাই তীব্র শব্দে কেঁপে ওঠে। দেখা যায়, টিনের চালের একটি বাড়ি বিস্ফোরণে উড়ে গিয়েছে।  চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টুকরো টুকরো অংশ। জানা গিয়েছে, শম্ভুনাথ ঘোষ নামে একজনের বাড়ি এটি। তিনি এবং তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। তাই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু বা আহত হওয়ার মতো ঘটনা ঘটেনি। বিস্ফোরণের খবর পেয়ে সেখানে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। কিন্তু তার আগেই বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। 

[আরও পড়ুন: তাজমহলের সৌন্দর্যও ম্লান হবে অযোধ্যার মসজিদের কাছে! কবে শুরু হবে কাজ?]

কী কারণে ওই বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটল, সে বিষয়ে কিছু বলতে পারছেন না দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে এসে গেলেও এখনো আতঙ্কিত হয়ে রয়েছে এলাকাবাসীরা। জানা যাচ্ছে, এই বিস্ফোরণের ফলে পাশের বহুতলের কাচও ভেঙে গিয়েছে। এমনকী জলের ট্যাঙ্কেও চিড় ধরেছে। তদন্তে নেমেছে পুলিশ। তবে এই ঘটনায় আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সিলিন্ডার বিস্ফোরণ নাকি ওই বাড়িতে অন্য কোনও বিস্ফোরক মজুত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: দশবিধ স্নান থেকে রামলালা প্রতিষ্ঠা, রামমন্দির উদ্বোধনে ৭ দিনব্যাপী উৎসব অযোধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার