সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানে বরাবরই ধর্মীয় নিপীড়ণের শিকার হয়ে এসেছেন ‘সংখ্যালঘু’ হিন্দুরা। সংশোধিত নাগরিকত্ব আইন এনে পাকিস্তান-সহ আফগানিস্তান ও বাংলাদেশের ধর্মীয় নিপীড়ণের শিকার হিন্দু, শিখ, পার্সি, বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ের শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে ভারত সরকার। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, এই তালিকায় মুসলিমরা বাদ কেন? কিন্তু পাকিস্তানের মতো দেশে যে সত্যিই হিন্দুরা ধর্মীয় কারণে নিপীড়ণের শিকার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। একদা সতীর্থ প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়া কীভাবে দলের মধ্যেই হেনস্তার শিকার হতেন তা ফাঁস করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।
পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ম্যাচ খেলে ২৬১টি উইকেট নিয়েছেন লেগস্পিনার কানেরিয়া। দেশের জার্সিতে ১৮টি ওয়ানডে ম্যাচও খেলেছেন। বহু টেস্ট ম্যাচ হেলায় জিতিয়েছেন কানেরিয়া। কিন্তু স্রেফ ধর্মের জন্য দলের মধ্যে কয়েকজন সতীর্থের কাছে ব্রাত্য ছিলেন। অনেকেই তাঁর সঙ্গে এক টেবিলে বসে খেতে চাইতেন না। সতীর্থের পাশে দাঁড়িয়ে এবার সেই বোমা ফাটিয়েছেন শোয়েব আখতার। বৃহস্পতিবার এক পাক টিভি চ্যানেলের অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করেছেন শোয়েব। বলেছেন, ‘আমার কেরিয়ারে কয়েকজনের সঙ্গে আমি লড়াই করেছি, যখন তাঁরা ধর্ম নিয়ে কথা বলত। কখনও কখনও তাঁরা বলত, কে করাচির, কে লাহোরের কে পেশোয়ারের! শুনে রাগ হত। কোনও ক্রিকেটার যদি হিন্দু হয়, আর সে যদি পাকিস্তানের হয়ে পারফর্ম করে, তাহলে ধর্মের প্রশ্ন ওঠে কীভাবে?’
[আরও পড়ুন: বিসিসিআইয়ের চাপ! এশিয়া একাদশে সুযোগ পাচ্ছেন না কোনও পাকিস্তানি ক্রিকেটার]
প্রাক্তন ক্রিকেটার আরও বলেছেন, ‘যাঁরা বলত, স্যর ওই ছেলেটা এখান থেকে খাবার নিচ্ছে কেন? অথচ তাঁরা ভাবত না, এই ছেলেটাই ইংল্যান্ডে আমাদের টেস্ট জিতিয়েছিল। সাবই আমার নাম নেয়, কিন্তু আমি তো জানি কানেরিয়া দুর্দান্ত বল না করলে আমরা জিততে পারতাম না। অনেকেই ওঁকে ক্রেডিট দিতে চায় না।’ এই ব্যাপারে কানেরিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে প্রাক্তন ক্রিকেটার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘শোয়েব ভাই একজন লেজেন্ড। ওঁর বলের মতো ওঁর কথাবার্তা ক্ষুরধার। যখন পাকিস্তানের হয়ে খেলতাম, তখন এই কথাগুলি বলার সাহস ছিল না প্রকাশ্যে। কিন্তু শোয়েবের বক্তব্যরে পর এবার মুখ খোলার সময় এসেছে। সেইসময়ে আমার হয়ে লড়েছে ইনজি ভাই (ইনজামাম উল হক), মহম্মদ ইউসুফ ও ইউনিস ভাই (ইউনিস খান)। যাঁরা আমার সঙ্গে এমন ব্যবহার করত তাঁদের নাম জানাব। তবে এটাও বলব পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি সম্মানিত।’
The post ‘হিন্দু বলে দলে হেনস্তার শিকার হত দানিশ কানেরিয়া’, বোমা ফাটালেন শোয়েব আখতার appeared first on Sangbad Pratidin.