সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিনি নিলাম থেকে সবচেয়ে বেশি 'কেনাকাটি' করেছে কলকাতা নাইট রাইডার্স। হাতে ছিল প্রায় ৬৪ কোটি টাকা। প্রায় সবটাই কেকেআর ম্যানেজমেন্ট খরচ করেছে মিনি নিলামে। এবার দল তৈরির পালা। এই মুহূর্তে নাইট ফ্যানদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, উইকেটকিপিং করবেন কে? সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির নাইট ফ্যানদের 'নয়নের মণি।' বিজয় হাজারেতে ম্যাচ খেলার মাঝেই জানিয়ে দিলেন, উইকেটের পিছনেও ভরসা জাগাতে তৈরি তিনি।
২০২৪-এ অর্থাৎ যে মরশুমে কেকেআর চ্যাম্পিয়ন হয়, সেবার উইকেটরক্ষক ছিলেন ফিল সল্ট। কিন্তু চলতি বছর নাইটদের সমস্যায় ফেলেছে এই জায়গা। রহমানুল্লা গুরবাজ বা কুইন্টন ডি'ককরা ব্যাটে আগুন ঝরাতে পারেননি। বরং একজন বিদেশির 'স্লট'ও আটকে ছিল। সেই জায়গায় একজন দেশীয় উইকেটকিপার খেলালে অনেক সমস্যার সমাধান হয়। এবার যেমন বিদেশিদের মধ্যে ফিন অ্যালেন, টিম সেইফার্ট আছেন। দেশীয়দের মধ্যে আছেন তেজস্বী সিং।
কিন্তু অন্য আরেকজনও লড়াইয়ে আছেন। তিনি অঙ্গকৃষ রঘুবংশী। মুম্বইকর ক্রিকেটারকে একেবারে ‘হাতে করে’ তৈরি করেছে নাইট রাইডার্স। মেগা নিলামের আগে কেকেআর তাঁকে রিটেন করেছিল। আগামী মরশুমেও অঙ্গকৃষ নাইটদের মূল শক্তি হতে চলেছেন। বিজয় হাজারে ট্রফিতে দারুণ ছন্দে আছেন তিনি। মুম্বইয়ের হয়ে ছত্তিসগড়ের বিরুদ্ধে ৬৮ রান করে ম্যাচ জেতান। এর আগে তিনি উইকেটকিপিংও করেছেন। তাঁকে জিজ্ঞেস করা হয়, কেকেআরের হয়েও সেই ভূমিকায় দেখা যাবে কি না?
জবাবে অঙ্গকৃষ বলেন, "কিপিং করাটা আমি খুব উপভোগ করি। কাজটা অবশ্যই কঠিন। তবে তাতে মনে হয় সব সময় ম্যাচের মধ্যে আছি। আর কেকেআরের হয়ে কিপিং করব কি না, সেটা খুব দ্রুতই জানা যাবে।" অঙ্গকৃষ যদি কিপিং করে দেন, তাহলে ব্যাটিংয়ের সময় একজন বিদেশি 'ইমপ্যাক্ট প্লেয়ারকে' খেলানো যাবে। কিন্তু সুনীল নারিনদের ঘূর্ণি কি তিনি সামলাতে পারবেন? সেটা একটা প্রশ্ন। তবে অ্যালেন বা সেইফার্টরা ব্যর্থ হলে অঙ্গকৃষকে উইকেটকিপার হিসেবে রেখেই টিম কম্বিনেশন তৈরি করা যেতে পারে।
