shono
Advertisement

মস্কোয় গাড়িবোমা হামলায় নিহত ‘পুতিন মস্তিষ্ক’-র মেয়ে, নেপথ্যে কি ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা?

ইউক্রেনে জারি হাইঅ্যালার্ট।
Posted: 01:33 PM Aug 22, 2022Updated: 01:33 PM Aug 22, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘনিষ্ঠ সহযোগীর মেয়ে রাজধানী মস্কোর কাছে গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন বলে খবর। নিহত মহিলার নাম দারিয়া দাগিন। একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় তাঁর গাড়িতে বিস্ফোরণ হয়। দারিয়ার বাবার নাম আলেকজান্ডার দাগিন। ৬০ বছর বয়সি আলেকজান্ডার একজন দার্শনিক। তিনি পুতিনের ‘মস্তিষ্ক’ নামে পরিচিত। হামলার লক্ষ্যবস্তু আলেকজান্ডার ছিলেন বলেই মনে করা হচ্ছে। এই হামলার পর থেকেই ইউক্রেনে হাইঅ্যালার্ট জারি করা হয়েছে। আশঙ্কা, বদলা নিতে পালটা হামলা চালাতে পারে পুতিন বাহিনী।

Advertisement

দাগিন একজন আলোচিত উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক তাত্ত্বিক। তাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয়। পুতিন-ঘনিষ্ঠদের দাবি, দারিয়া নন, এই হামলার আসল লক্ষ্য ছিলেন তাঁর বাবা। ইউক্রেনের উপরে গোটা ঘটনার দায় চাপিয়েছেন তাঁরা। ঘটনার তদন্তে নেমেছে রাশিয়ার পুলিশ।

[আরও পড়ুন: তাইওয়ানের জলসীমা পেরল চিনা যুদ্ধবিমান, স্বশাসিত দ্বীপে ফের সফর মার্কিন প্রতিনিধির]

রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠান থেকে বাবা-মেয়ের একসঙ্গে একই গাড়িতে করে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আলেকজান্ডার আলাদাভাবে যাওয়ার সিদ্ধান্ত নেন। গাড়ি বিস্ফোরণের ঘটনা নিয়ে মিডিয়ায় ফুটেজ পোস্ট করা হয়েছে। ফুটেজে দেখা যায়, একটি গাড়ির ধ্বংসাবশেষ জ্বলছে। এমনকী, ওই গাড়িটির কাছে দাঁড়ানো একটি ট্রাকেও আগুন ধরে যায়। এই হামলার পিছনে ইউক্রেনীয়দের হাত হয়েছে বলে দাবি করেছেন পুতিন-ঘনিষ্ঠরা।

রুশ সরকারে আলেকজান্ডারের কোনও পদ-পদবি নেই। তবে তিনি পুতিনের অত্যন্ত কাছের মানুষ হিসাবে পরিচিত। অনেকে তাঁকে পুতিনের ‘তাত্ত্বিক গুরু’ বলেও অভিহিত করেন। আলেকজান্ডারের মেয়ে দারিয়া একজন পরিচিত সাংবাদিক ও ভাষ্যকার ছিলেন। তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সমর্থক ছিলেন। পুতিন-ঘনিষ্ঠদের দাবি, আলেকজান্ডারকে খুনের এই হামলা লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

এদিকে, আগামী বুধবার, ২৪ অগস্ট ইউক্রেনের (Ukraine) স্বাধীনতা দিবস। তার আগে রুশ হামলা নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশের ৩১ তম স্বাধীনতা দিবসের আগে মস্কো যাতে দেশে ভয় ও হতাশার পরিবেশ তৈরি করতে না পারে, সে কারণে ইউক্রেনীয়দের বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট। ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘আমাদের সকলকে এই সপ্তাহে সজাগ থাকতে হবে। রাশিয়া খারাপ কিছু ঘটানোর চেষ্টা করতে পারে। ভয়ঙ্কর হামলা চালাতে পারে।’

[আরও পড়ুন: তিরিশ ঘণ্টা লড়াইয়ের পর দখলমুক্ত সোমালিয়ার হোটেল, জঙ্গি হামলার তীব্র নিন্দা ভারতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement