সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় যুবককে 'ক্রীতদাস' বলে অপমানের বিরাট মূল্য চোকাতে হল এক ব্যক্তিকে। বর্ণবৈষম্যমূলক এই মন্তব্যের জন্য অভিযুক্তকে ৬৭ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৮১.৩৪ লক্ষ টাকা) ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব লন্ডনের।
জানা গিয়েছে, লন্ডনের জনপ্রিয় রেস্তরাঁ কেএফসির এক আউটলেটে কাজ করতেন তামিলনাড়ুর বাসিন্দা মধেশ রবিচন্দ্রন। অভিযোগ, ওই আউটলেটের ম্যানেজার তাঁকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন। শ্রীলঙ্কার বাসিন্দা ওই ম্যানেজার ভারতীয় যুবককে উদ্দেশ্য করে ক্রীতদাস, ভারতীয়রা প্রতারক বলে আক্রমণ করেন। এই ঘটনায় আদালতে মামলা দায়ের করেন ওই ভারতীয়।
এই মামলার শুনানিতে বিচারক পল অ্যাবট জানান, রবিচন্দ্রনকে যে অন্যায়ভাবে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তা প্রমাণিত। পাশাপাশি বর্ণবৈষম্যমূলক মন্তব্যের যে অভিযোগ উঠেছে সেটাও সত্য বলে প্রমাণিত হয়েছে। ফলে অভিযুক্ত ম্যানেজারকে ৬৭ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিতে হবে রবিচন্দ্রনকে। শুধু তাই নয়, ভবিষ্যতে এই ধরনের অপমান তিনি যাতে কাউকে না করেন সে বিষয়েও সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে, রেস্তোরাঁর ম্যানেজার শ্রীলঙ্কার বাসিন্দা কাজনের রবিচন্দ্রনকে ওই আউটলেটে নিয়োগ করেছিলেন। নিজের কাজের বিষয়ে সরাসরি কাজনকেই রিপোর্ট করতেন তিনি। বেশ কয়েক মাস ধরেই কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয় যুবককে। এরপর, ২০২৩ সালের জুলাই মাসে পরিস্থিতি আরও খারাপ আকার নেয়। কাজন রবিচন্দ্রনকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করার চেষ্টা করেন শুধু তাই নয়, বর্ণবৈষম্যমূলক আচরণ শুরু করেন তাঁর সঙ্গে।
