shono
Advertisement

Breaking News

হাফিজের মদতেই ভারতে হামলার ছক ছিল বুরহানের!

ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে লস্কর প্রধানের আশীর্বাদ চেয়েছিল সে৷ The post হাফিজের মদতেই ভারতে হামলার ছক ছিল বুরহানের! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:20 PM Dec 03, 2016Updated: 01:50 PM Dec 03, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুর আগের দিন লস্কর প্রধান হাফিজ সইদের সঙ্গে ফোনে কথা বলেছিল হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি৷ সূত্রের খবর, হাফিজ সইদের কাছে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণার জন্য প্রয়োজনীয় অর্থ এবং অস্ত্র সাহায্য চেয়েছিল বুরহান৷ শুধু তাই নয়, ভারত বিরোধী লড়াই জারি রাখতে সইদের আশীর্বাদ চেয়েছিল হিজবুল কমান্ডার৷

Advertisement

সম্প্রতি একটি বেসরকারি সংবাদসংস্থার তরফে এই তথ্য প্রকাশিত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ ওই সংবাদ সংস্থার দাবি, চলতি বছরের জুলাই মাসের সাত তারিখ বুরহানের সঙ্গে হাফিজ সইদের শেষবার কথা হয়৷ কথোপকথনে বুরহান লস্করের সঙ্গে একজোট হয়ে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণার কথা বলেছিল৷ এই কথোপকথনের পরদিনই ভারতীয় সেনাবাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয় বুরহানের৷ গোটা ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ যদিও সংবাদ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ওই ভয়েস ক্লিপটি কতটা সত্যি তা যাচাই করে দেখা হয়নি৷ কিন্তু তাঁদের প্রাথমিক অনুমান এই ক্লিপিং কোনওভাবেই মিথ্যা নয়৷

The post হাফিজের মদতেই ভারতে হামলার ছক ছিল বুরহানের! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement