সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: গতকাল রাতে জলসা দেখতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক ব্যক্তি। আজ সোমবার তাঁর মৃতদেহ উদ্ধার হল চাষের জমিতে। মৃত ব্যক্তির নাম সাহাজউদ্দিন মল্লিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার বিশ্বেশ্বরপুর এলাকায়। ঘটনায় জড়িত থাকা সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সাহাজদ্দিন মল্লিক মগরাহাট থানার ধনপোতা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। জিনিস ফিরির কাজে তিনি যুক্ত ছিলেন। গতকাল এলাকারই একটি মাঠে জলসার আয়োজন করা হয়েছিল। সেই জলসা দেখতে যাচ্ছেন বলে তিনি রাতে বাড়ি থেকে বেরোন। তিনি সেখানে গিয়েছিলেন কিনা, জানা নেই। তবে পরিবারের লোকজন তাঁর কোনও খোঁজ পাননি। মোবাইল ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
সোমবার সকালে স্থানীয় এক ব্যক্তি এলাকারই একটি জমিতে চাষের কাজে গিয়েছিলেন। তিনি সেই চাষের জমিতে একজনকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করলে দেখা যায়, সেটি নিখোঁজ সাহাজউদ্দিন মল্লিকের। তাঁর শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, সাহারুল মোল্লা নামে এক ব্যক্তি এই খুনের সঙ্গে জড়িয়ে। ব্যবসায়িক কারণে প্রায়ই দুজনের মধ্যে ঝামেলা হত।
অভিযোগের ভিত্তিতে পুলিশ সাহারুল মোল্লা-সহ আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।