shono
Advertisement

এক বছরের শিশুর দেহে ২৫ বছরের পুরুষের যৌনাঙ্গ!

জন্মের ছ'মাসের মধ্যেই আর পাঁচটি শিশুর তুলনায় অনেক বেশি হারে বাড়তে থাকে সে৷ তার বয়সের শিশুরা সাধারণত এত লম্বা হয় না৷ বিষয়টি প্রথমে লক্ষ্য করেও গ্রাহ্য করেননি তার দাদু-দিদা৷ The post এক বছরের শিশুর দেহে ২৫ বছরের পুরুষের যৌনাঙ্গ! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:13 PM May 30, 2016Updated: 05:43 PM May 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১ বছর৷ কিন্তু যৌনাঙ্গ একজন ২৫ বছরের পুরুষের মতো৷ এমনই বিরল রোগে আক্রান্ত দিল্লির এক শিশু৷
জন্মের ছ’মাসের মধ্যেই আর পাঁচটি শিশুর তুলনায় অনেক বেশি হারে বাড়তে থাকে সে৷ তার বয়সের শিশুরা সাধারণত এত লম্বা হয় না৷ বিষয়টি প্রথমে লক্ষ্য করেও গ্রাহ্য করেননি তার দাদু-দিদা৷ ভেবেছিলেন তাঁদের নাতি হয়ত স্বাভাবিকভাবেই বেড়ে উঠছে৷ কিন্তু প্রতিবেশীদের কথায় চোখ খোলে তাঁদের৷ শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, বিরল একটি রোগে ভুগছে সে৷ যার পোশাকি নাম প্রিকসাস অথবা আর্লি পুবার্টি৷ লাখে একটি শিশুর এমন রোগ হয়ে থাকে৷ এই রোগে শিশুদের দেহের অঙ্গ সময়ের আগেই বৃদ্ধি পায়৷ সেই কারণেই বাচ্চাটির যৌনাঙ্গ ২৫ বছরের পুরুষের মতো বেড়ে উঠেছে৷ ১২ বছরের কিশোরের মতো কাজ করে তার মস্তিষ্ক৷ চিকিৎসক জানান, এধরনের রোগে আক্রান্ত শিশুদের শরীরের চাহিদা বাড়তে থাকে৷ কিন্তু মানসিকভাবে তারা বুঝতে পারে না, কী করা উচিত৷ ফলে সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি হিংস্র হয়ে ওঠে তারা৷

Advertisement

সাধারণত মাথা বা পেটে টিউমার হলেই প্রিকসাস রোগ হয়৷ কিন্তু দিল্লির এই শিশুর দেহে কোনও টিউমার পাওয়া যায়নি৷ তাকে সুস্থ করার জন্য গত পাঁচ মাস ধরে হরমোনাল থেরাপি প্রয়োগ করা হচ্ছে৷ এর ফলে শিশুটির যৌনাঙ্গের মাপ অনেকটাই ছোট হয়েছে৷ প্রতি মাসে এই ডোজটি দেওয়া হচ্ছে৷ শিশুটি মানসিকভাবে যতদিন না তার দেহের পরিবর্তন অনুভব করতে পারবে ততদিন এই থেরাপি চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ এই ধরনের বাচ্চার সঠিক সময় চিকিৎসা না হলে ৪ ফুট লম্বা হওয়ার পর থেকে তারা আর বাড়ে না৷

The post এক বছরের শিশুর দেহে ২৫ বছরের পুরুষের যৌনাঙ্গ! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement