সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না অঞ্জলি সিংয়ের পরিবারকে। মর্মান্তিক দুর্ঘটনায় ২০ বছরের মেয়েকে হারিয়েছেন তাঁরা। আর এবার তাঁদের বাড়িতে চুরি হয়েছে বলে অভিযোগ।
অঞ্জলির পরিবারের তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ সোমবার সকালে তাঁরা হাসপাতালে গিয়েছিলেন। সেই সময়ই তাঁদের দিল্লির রোহিনীর কর্ণ বিহারের বাড়িতে ঢুকে পড়ে চোর। এলইডি টিভি-সহ নানা জিনিস চুরি গিয়েছে বলে পুলিশকে জানিয়েছেন তাঁরা। তবে বাড়ির লোকেদের আশঙ্কা, অঞ্জলি সিংয়ের মামলা সংক্রান্ত কোনও নথি লোপাটের চেষ্টার জন্যই হয়তো চুরি হয়েছে।
বছরের প্রথম দিনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল রাজধানী দিল্লি (Delhi hit and run)।
সুলতানপুরীতে গাড়ির নিচে পা আটকে যাওয়ায় প্রায় ১০-১২ কিলোমিটার রাস্তা ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে পৌঁছে গিয়েছিলেন অঞ্জলি। ঘটনার পরই অভিযুক্তদের শাস্তি চেয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়রা। যার জেরে বাড়ির আশপাশে নিরাপত্তা বাড়িয়েছিল দিল্লি পুলিশ। কিন্তু সোমবার ভোরের দিকেই সেই নিরাপত্তা সরিয়ে ফেলা হয়। আর তারপরই ঘটে চুরির ঘটনা। ফলে চুরির নেপথ্যে বহত্তর উদ্দেশ্য থাকতে পারে বলেই মনে করছেন অঞ্জলির বাড়ির সদস্যরা।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদক্ষেপে ক্ষুব্ধ, নজিরবিহীনভাবে তামিলনাড়ুর বিধানসভা ছাড়লেন রাজ্যপাল]
অঞ্জলির আত্মীয় প্রেম সিংয়ের কথায়, “অঞ্জলির মায়ের কিডনির সমস্যা আছে। আপাতত তিনি হাসপাতালে ভরতি। সেই জন্যই আমরা হাসপাতালে ছিলাম। প্রতিবেশীরা জানালেন সেই সময়ই বাড়িতে চুরি হয়েছে। এলইডি টিভিটা নেই। গোটা বাড়ি ওলটপালট হয়ে গিয়েছে। জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের মনে হচ্ছে, মামলা সংক্রান্ত কিছু লোপাট করতে চেয়েছে অভিযুক্তের পরিবার।” তিনি আরও জানান, পুলিশের উপর আর আস্থা রাখতে পারছেন না তাঁরা। কারণ পুলিশ তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে অপরাধদমন টিম পাঠানো হয়েছে। কী কী খোয়া গিয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, অঞ্জলি সিংয়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ছ’জনকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।