shono
Advertisement

আইপিএলে খেলা ক্রিকেটারের পরিচয়ে দুই তরুণীদের প্রতারণা, ১৩ লক্ষ টাকা হাতালেন যুবক

দুই তরুণীর মধ্যে একজন উঠতি ক্রিকেটার।
Posted: 03:50 PM May 24, 2023Updated: 04:11 PM May 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেকে আইপিএলের (IPL) খেলোয়াড় বলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, এক মহিলা ক্রিকেটার-সহ দু’জনের থেকে ১৩ লক্ষ টাকা হাতিয়েছেন ওই অভিযুক্ত। তারপরেই মহিলা ক্রিকেটারকে রঞ্জি দলে খেলার ভুয়ো সুযোগ দেন ওই ব্যক্তি। আরেক মহিলাকে সরকারি ব্যাংকের নিয়োগপত্রও তুলে দেন। দু’জনের অভিযোগ পেয়ে অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্তের নাম গগন শর্মা। দিল্লির (Delhi) প্রীত বিহার এলাকায় একটি ক্রিকেট কোচিং চালাতেন তিনি। উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা ওই ব্যক্তির সঙ্গে আলাপ হয় দিল্লির অনন্যা জৈন ও স্বাতী ত্যাগীর। নিজেকে আইপিএল দলের ক্রিকেটার হিসাবে পরিচয় দেন গগন। এমনকি দলের জার্সি গায়ে নিজের ছবিও দেখান। বিনা দ্বিধায় সব কথাই মেনে নেন দুই তরুণী। স্বাতী ক্রিকেট খেলেন জানতে পেরে গগন দাবি করেন, তাঁকে রঞ্জি দলে খেলার সুযোগ করে দেবেন। তাছাড়াও বিখ্যাত কোম্পানির স্পনসরশিপের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন গগন।

[আরও পড়ুন: Nitesh Pandey Death: শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে]

অনন্যা নামে অপর তরুণীকে গগন বলেন, নানা উচ্চপদে কর্মরত আছেন তাঁর পরিচিতরা। তাঁদের অনুরোধ করে সরকারি চাকরির ব্যবস্থাও করে দিতে পারেন। সেই মতোই একটি সরকারি ব্যাংকের নিয়োগপত্র তুলে দেন অনন্যার হাতে। অন্যদিকে, স্বাতীর হাতে একটি ক্রীড়াসংস্থার চেক তুলে দেন তিনি। এই স্পনসরশিপ থাকলে রঞ্জিতে খেলার সুযোগ পাবেন স্বাতী, সেরকমই দাবি করেন গগন।

এত সুবিধা পাইয়ে দেওয়ার কারণে দুই তরুণীর থেকে মোট ১৩ লক্ষ টাকা নেন দিল্লির ওই যুবক। তবে পরেই দুই তরুণী বুঝতে পারেন তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। দিল্লির একটি থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। পরে একাধিক জায়গায় তল্লাশির পর গ্রেপ্তার হন ২৪ বছর বয়সি গগন।

[আরও পড়ুন: ‘আশা করব, আপনারা ইংরেজি বোঝেন’, টুইট- বিতর্কে ট্রোলারদের খোঁচা সৌরভের!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement