shono
Advertisement

'দুর্নীতিতে ভরে গিয়েছে আপ', কেজরিওয়ালকে তোপ দেগে দল ছাড়লেন দিল্লির মন্ত্রী

Published By: Anwesha AdhikaryPosted: 05:00 PM Apr 10, 2024Updated: 05:25 PM Apr 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) আগে ফের ধাক্কা খেল আপ (AAP)। ইতিমধ্যেই জেলবন্দি দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তার মধ্যেই বুধবার দল ছাড়লেন দিল্লির মন্ত্রী রাজ কুমার আনন্দ (Raj Kumar Anand)। মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি এদিন দল ছাড়ার কথাও জানিয়ে দেন তিনি। উল্লেখ্য, গত নভেম্বর মাসে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। 

Advertisement

[আরও পড়ুন: মতুয়া গুরুর নামে শপথ নেওয়ায় রাজ্যসভায় বাতিল শপথবাক্য, বিস্ফোরক মমতাবালা]

দিল্লির সমাজকল্যাণ ও শ্রম মন্ত্রকের দায়িত্ব ছিল রাজের হাতে। কিন্তু লোকসভা নির্বাচনের আগেই আচমকা দল ছাড়লেন তিনি। তবে দল ছাড়ার আগে কেজরিওয়ালকেই তোপ দেগেছেন। রাজের কথায়, "দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার শপথ নিয়েছিল যে দল, আজ সেই পার্টির সুপ্রিমো দুর্নীতির অভিযোগে জেলবন্দি। গোটা দলটায় দুর্নীতি ছেয়ে গিয়েছে। তাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই, আমার সরকারি পদ ও দল দুটোই ছাড়তে হচ্ছে।" অন্য কোনও দলে যোগ দেবেন কিনা, সেই নিয়ে এখনও কিছু জানাননি দিল্লির সদ্যপ্রাক্তন মন্ত্রী।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাজের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। আর্থিক তছরুপের ঘটনায় তদন্ত করতে গিয়েই এই পদক্ষেপ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তার পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি ইডির ভয়েই আপ ছেড়ে দিলেন দিল্লির মন্ত্রী? দিনকয়েক আগেই আপ মন্ত্রী অতিশী অভিযোগ এনেছিলেন, বিজেপিতে যোগ না দিলে গ্রেপ্তার  করা হবে আপ নেতৃত্বকে। সেই জন্যই কি আর্থিক তছরুপে অভিযুক্ত মন্ত্রী দল ছেড়ে দিলেন?    

[আরও পড়ুন: কারা ব্রিটিশদের সঙ্গ দিয়েছিল? ‘মুসলিম লিগ’ কটাক্ষের পালটা মোদিকে ইতিহাস পাঠ রাহুলের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement