shono
Advertisement

Breaking News

Delhi

'জায়ান্ট কিলার' প্রবেশ বর্মা নন! দিল্লির মুখ্যমন্ত্রীর কুরসিতে মহিলা মুখ?

প্রধানমন্ত্রী মোদি বিদেশ সফর সেরে ফিরে আসার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 08:40 PM Feb 10, 2025Updated: 08:42 PM Feb 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ বছর পর গেরুয়া ঝড় উঠেছে দিল্লিতে। বিধানসভা নির্বাচনে লজ্জার হার হয়েছে আম আদমি পার্টির। 'জায়ান্ট কিলার' প্রবেশ বর্মার কাছে হেরে গিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। স্বাভাবিকভাবেই রাজধানীর গদিতে বসার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রবেশ। তালিকায় রয়েছেন আরও একাধিক হেভিওয়েট। কিন্তু সূত্রের খবর, ফের একবার মহিলা মুখ্যমন্ত্রী পেতে চলেছে দিল্লি! কাদের কথা ভাবছে বিজেপি?  

Advertisement

এবারে দিল্লিতে বিজেপির মোট ৪৮ জন বিধায়ক নির্বাচিত হয়েছেন। এই বিধায়কদের মধ্যে রয়েছেন চার মহিলাও। নিলম পাহলওয়ান, রেখা গুপ্তা, পুনম শর্মা ও শিখা রায় নাম লিখিয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে। এঁদের মধ্যে নজফগড় আসনে প্রথম মহিলা বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন নিলম। এছাড়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন রেখা গুপ্তা। ওয়াজিরপুর থেকে জয়ী হয়েছেন পুনম শর্মা। এদিকে, বর্ষীয়ান আপ নেতা তথা প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ হার স্বীকার করেছেন শিখা রায়ের কাছে। আবার বাইরে থেকে স্মৃতি ইরানি বা বাঁশুরি স্বরাজের মতো কারও কথাও ভাবা হতে পারে।

সাম্প্রতিক অতীতে মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে চমক দিয়েছে বিজেপি। এমন কাউকে মসনদে বসানো হয়েছে যার নাম হয়তো জল্পনায় ছিল না। এবারও তেমন কিছু হলে অবাক হওয়ার কিছু থাকবে না। সূত্রের খবর, বিজেপি জাত সমীকরণ মেনে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নিতে পারে। তফসিলি জাতি থেকে একজন বিধায়ককে মসনদে বসানো হতে পারে। সেক্ষেত্রে নাম উঠে আসছে রাজকুমার চৌহান (মঙ্গলপুরী), রবিকান্ত উজ্জইন (ত্রিলোকপুরী), রবিন্দর ইন্দ্ররাজ সিং (বাওয়ানা) এবং কৈলাশ গাঙ্গওয়াল (মাদিপুর)। তবে এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, তাতে প্রবেশ বর্মা, সতীশ উপাধ্যায় এবং বীরেন্দ্র সচদেবের মধ্যেই আসল লড়াই।

৭০ বিধানসভা আসনের ৪৮টিতে পদ্ম ফোটার পরই সরকার গঠন নিয়ে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তবে এই মুহূর্তে ফ্রান্সে ও আমেরিকা সফরে রয়েছেন মোদি। তিনি ফিরে আসার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। নাম ঘোষণা করা হবে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২৭ বছর পর গেরুয়া ঝড় উঠেছে দিল্লিতে। বিধানসভা নির্বাচনে লজ্জার হার হয়েছে আম আদমি পার্টির।
  • 'জায়ান্ট কিলার' প্রবেশ বর্মার কাছে হেরে গিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
  • কিন্তু সূত্রের খবর, ফের একবার মহিলা মুখ্যমন্ত্রী পেতে চলেছে দিল্লি!
Advertisement