shono
Advertisement

WB Bypolls: ‘সন্ত্রাসের আবহে ভোট হয়েছে’, ৪ কেন্দ্রের উপনির্বাচনে হেরে ‘সাফাই’দিলীপ ঘোষের

বিজেপির পরাজয় মেনে নিলেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।
Posted: 08:05 AM Nov 02, 2021Updated: 09:37 AM Nov 03, 2021

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (West Bengal By Election) ফলঘোষণা। নতুন করে বিধায়ক নির্বাচিত হবেন খড়দহ, গোসাবা, শান্তিপুর, দিনহাটা কেন্দ্রের। ভাগ্য নির্ধারণ রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর। ৩০ অক্টোবর শান্তিপূর্ণভাবেই মিটেছে চার কেন্দ্রের ভোটগ্রহণ পর্ব। মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই শুরু হয়েছে ভোটগণনা। চার কেন্দ্রের ফলাফলের খুঁটিনাটির LIVE UPDATE: 

Advertisement

বিকেল ৪.১৫: ”এরপর ভোট হলে স্রেফ একটি দলই প্রার্থী দেবে, বাকিরা কেউ পারবে না। দিনহাটায় অত্যন্ত সন্ত্রস্ত আবহে ভোট হয়েছে।  প্রচার করতে দেওয়া হয়নি, আমাদের কেউ গাড়ি ভাড়া দেয়নি। আগামী দিনে রাজ্যে কোনও গণতান্ত্রিক পরিবেশ থাকবে না। ১০০ শতাংশ ভোটই পাবে তৃণমূল।” চার কেন্দ্রের উপনির্বাচনে দলের ভরাডুবির পর ‘সাফাই’ দিলীপ ঘোষের। বললেন, ”এই উৎসবের সময় ভোট চাইনি আমরা।”

বিকেল ৪.০৯: ”পরাজয় মেনে নিচ্ছি। তবে আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।” বললেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

দুপুর ৩.৪৪: উপনির্বাচনে ভরাডুবি বিজেপির। শান্তিপুর ছাড়া বাকি তিন কেন্দ্রের জামানত বাজেয়াপ্ত হল গেরুয়া শিবিরের প্রার্থীদের। দিনহাটা, খড়দহ এবং গোসাবায় জামানত বাজেয়াপ্ত হয়েছে তাঁদের। চারটি কেন্দ্রেই জামানত গিয়েছে বাম প্রার্থীদের।

দুপুর ২.৩০: ‘এবারের দিওয়ালি প্রকৃত অর্থেই বাজিবিহীন’, ৪ কেন্দ্রের উপনির্বাচনে দুরন্ত জয়ের পর  বিজেপিকে টুইটে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। 

দুপুর ২.২০: শান্তিপুরে তৃণমূল প্রার্থীকে জয়ী ঘোষণা। ব্রজকিশোর গোস্বামী জিতলেন ৬৩,৮৯২ ভোটে। এ নিয়ে চারটি কেন্দ্রেই বড় ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থীরা।

দুপুর ২.১৬: ষোড়শ রাউন্ড গণনার পর শান্তিপুরের তৃণমূল প্রার্থী সাড়ে ৫৯ হাজারের বেশি ভোটে এগিয়ে।

দুপুর ২: শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী এগিয়ে ৫৪ হাজার ৭০৬ ভোটে।

দুপুর ১.৫৩: সন্ত্রাসের পরিবেশে ভোট হয়েছে। দিনহাটায় বিজেপি পার্টি অফিসে আগুন লাগানো হয়েছে, কর্মীরা ঘরছাড়া। উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের বড় ব্যবধানে জয় নিয়ে  সমালোচনা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

দুপুর ১.৪৭: খড়দহে বিরাট ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ব্যবধান ৯৩ হাজার ৮৩২।   

দুপুর ১.৩৬: খড়দহে বড় ব্যবধানের জয়ের পথে শোভনদেব চট্টোপাধ্যায়। ১৪ রাউন্ড গণনার পর প্রায় ৮৫ হাজার ভোটে এগিয়ে তিনি।

দুপুর ১.২৭: ত্রয়োদশ রাউন্ড গণনার পর শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী এগিয়ে ৫০ হাজার ৭০০-র বেশি ভোটে এগিয়ে।

শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী

দুপুর ১.১৮: তেরো রাউন্ড গণনা শেষে ৭৬.৭৫১ ভোটে এগিয়ে খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

দুপুর ১.১২: রাজ্যের নির্বাচন কমিশনার আরিফ আফতাবকে ফোন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের। ৪ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় ধন্যবাদ জানালেন।

দুপুর ১.০৫: উপনির্বাচনে নয়া রেকর্ড। লক্ষাধিক ভোটে ২ কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থীরা। বাকি ২ কেন্দ্রেও জয়ের ব্যবধান বিশাল। চারপ্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে টুইট তৃণমূল সুপ্রিমোর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। 

দুপুর ১: দ্বাদশ রাউন্ডের গণনা শেষে ব্যবধান কিছুটা কমল শোভনদেব চট্টোপাধ্যায়ের। ৭০ হাজার ৮০ ভোটে এগিয়ে তিনি।

দুপুর ১২.৫৪: খড়দহে কঠিন লড়াই করেও  দ্বিতীয় স্থান ধরে রাখতে পারল না বামেরা। দ্বাদশ রাউন্ডের গণনা শেষে ফের বাম প্রার্থীকে টেক্কা বিজেপির।

দুপুর ১২.৩৪: একাদশ রাউন্ডের গণনা শেষে খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় সাড়ে ৭৬ হাজারের বেশি ভোটে এগিয়ে। 

দুপুর ১২.১৫: দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বুথ অর্থাৎ ২৩৪ নং বুথে বিজেপি ২৭৫ ভোটে পরাজিত হয়েছে। বিজেপি প্রার্থী অশোক মণ্ডল নিজের বুথে পরাজিত হয়েছেন ৩০৫ ভোটে।

দুপুর ১২.১৪: খড়়দহে নবম রাউন্ড শেষে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় এগিয়ে ৪৬ হাজারের বেশি ভোটে।

দুপুর ১২: দিনহাটায় দুরমুশ গেরুয়া গড়। ১ লক্ষ ৬৪হাজারের বেশি ভোটে জয়ী উদয়ন গুহ। এটাই সর্বোচ্চ রেকর্ড।  

বেলা ১১.৫২: চার কেন্দ্রে উপনির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ের ইঙ্গিত পেতেই আবির খেলা, উচ্ছ্বাসে মাতলেন তৃণমূল কর্মীরা। সকলকে কোভিডবিধি মেনে, সংযত হয়ে সেলিব্রেশনের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বেলা ১১.৪৪: গোসাবায় জয়ী তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। ভোটের ব্যবধান ১ লক্ষ ৪১ হাজারের বেশি। 

বেলা ১১.৩৪: ফের সবুজেই আস্থা রাখলেন গোসাবাবাসী। ১৫ রাউন্ড গণনা শেষে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল এগিয়ে ১ লক্ষ ৩৩ হাজারেরও বেশি ভোটে।

বেলা ১১.২০: দিনহাটাতেও ভোটের ব্যবধান ১  লক্ষ পেরল। নয়া রেকর্ড উপনির্বাচনে।  তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে পার্টি অফিসে মিষ্টি খাওয়ালেন দলীয় কর্মীরা।

 

বেলা ১১.০৭: শান্তিপুরেও হাওয়া বদল। কয়েক রাউন্ড গণনার পরই  প্রায় ১৯ হাজার ভোটে এগিয়ে তৃণমূলের প্রার্থী। 

বেলা ১১.০৩:  উপনির্বাচনে বড়সড় চমক। ১৬ রাউন্ড  গণনা শেষের আগেই গোসাবায় জয়ী তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। ভোটের ব্যবধান ১ লক্ষ ২৪ হাজারেরও বেশি ভোটে। 

সকাল ১০.৫২: চতুর্থ রাউন্ড গণনা শেষে শান্তিপুরে ১২ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী।

সকাল ১০.৪৮:  একাদশ রাউন্ড গণনা শেষে গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল এগিয়ে ৯৮ হাজারেরও বেশি ভোটে।

সকাল ১০.৪৬: হাজার হাজার ভোটে পিছিয়ে পড়ছেন দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। দশম রাউন্ড গণনার পর ৮১ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী।

সকাল ১০.৩৪: নবম রাউন্ড গণনা শেষে ৭১ হাজারের বেশি ভোটে এগিয়ে দিনহাটার তৃণমূল প্রার্থী।
সকাল ১০.০৭:
সপ্তম রাউন্ড গণনা শেষে দিনহাটায় ৫৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।

সকাল ১০.০২: গোসাবায় পঞ্চম রাউন্ড গণনাশেষে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল এগিয়ে ৫১ হাজারেরও বেশি ভোটে।

সকাল ৯.৫৫:  দ্বিতীয় রাউন্ড গণনা শেষে খড়দহে দ্বিতীয় স্থানে উঠে এল সিপিএম, তৃতীয় বিজেপি। 

সকাল ৯.৩৭: দিনহাটায় বড় ব্যবধানে এগিয়ে চলেছেন তৃণমূল প্রার্থী। পঞ্চম রাউন্ড গণনা শেষে উদয়ন গুহর সঙ্গে বিজেপি প্রার্থীর ভোটের ব্যবধান ৩৮ হাজারেরও বেশি।

সকাল ৯.১৯: চতুর্থ রাউন্ডের গণনার পর ২৯ হাজারের বেশি ভোটে এগিয়ে দিনহাটার তৃণমূল প্রার্থী।

সকাল ৯.১১: তৃতীয় রাউন্ড গণনার পর প্রায় ২১ হাজার ৫০০ ভোটে এগিয়ে উদয়ন গুহ। 

সকাল ৯: শান্তিপুরে প্রথম রাউন্ড গণনা শেষে ৬,৩৩৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী।

সকাল ৮.৫৩: দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে ১৪,৬০০’র বেশি ভোটে এগিয়ে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।

সকাল ৮.৪৭: খড়দহ কেন্দ্রে পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে হেভিওয়েট তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। ব্যবধান প্রায় সাড়ে পাঁচ হাজার।

সকাল ৮.৩৪: দিনহাটা কেন্দ্রের পোস্টাল ব্যালট গণনার প্রথম রাউন্ড শেষে ৭৬০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। গোসাবায় ৯১১০ ভোটে এগিয়ে শাসকদলের প্রার্থী সুব্রত মণ্ডল।

সকাল ৮.১২: চার কেন্দ্রেই শুরুতে পোস্টাল ব্যালট গণনা। গোসাবা, দিনহাটায় পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল প্রার্থীরা।

সকাল ৮: বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রয়েছে রাজ্য পুলিশও। কোভিডবিধি মেনে আঁটসাঁট নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপুর, গোসাবা, দিনহাটা, খড়দহে শুরু ভোটগণনা।

সকাল ৭.৩০: স্ট্রং রুমের বাইরে নিরাপত্তা রক্ষী, ভোটকর্মীরা। নির্ধারিত সময় স্ট্রংরুম থেকে ইভিএম বের করে ভোটগণনার প্রস্তুতি শুরু।

সকাল ৭.২২:  শান্তিপুর উপনির্বাচনে ভোটগণনার আগের রাতে শান্তিপুরে রাজনৈতিক বিতর্ক। গণনাকেন্দ্রে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের উপস্থিতি নিয়ে সরব শান্তিপুরের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। অভিযোগ, সাংসদ মহুয়া মৈত্র ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে গণনাকেন্দ্রের ভিতরে ঢুকেছিলেন। কেন তাঁকে ঢুকতে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন জগন্নাথ সরকার। তাঁর অভিযোগ সম্পূর্ণ  উড়িয়ে দিল তৃণমূল। তবে বিজেপির অভিযোগ পেয়ে সতর্ক করল নির্বাচন কমিশন।

[আরও পড়ুন: চিনা আলোয় ছেয়েছে বাজার, দিওয়ালিতে বাহারি টুনিকে টেক্কা দিতে প্রস্তুত বাংলার ‘প্রদীপ গ্রাম’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার