shono
Advertisement

Breaking News

বেলদায় দিলীপকে ‘গো-ব্যাক’স্লোগান তৃণমূলের, ‘বুকে পা তুলে দেব’, পালটা হুঁশিয়ারি সাংসদের

বুকে পা তুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফের বিতর্কে দিলীপ!
Posted: 10:10 AM Oct 14, 2022Updated: 02:37 PM Oct 14, 2022

অংশুপ্রতিম পাল, খড়গপুর: এবার বেলদায় বিক্ষোভের মুখে মেদিনীপুরের বিজেপি সাংসদ (BJP MP) দিলীপ ঘোষ। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণের সময় তাঁর উদ্দেশে গো-ব্যাক স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। পালটা তৃণমূল কর্মীদের ‘বুকে পা তুলে দেওয়ার’ হুঁশিয়ারি দিলীপের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ময়দানে নামতে হয় পুলিশকে। দিলীপের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদায় যান দিলীপ ঘোষ। রাতে এক কর্মীর বাড়িতেই ছিলেন তিনি। শুক্রবার সকালে বেলদা এলাকায় প্রাতঃভ্রমণে বের হন তিনি। সেখানেই বিক্ষোভের মুখে পড়েন দিলীপ। একদল লোক বিজেপি সাংসদের উদ্দেশে গো-ব্যাক স্লোগান তোলেন। ১০০ দিনের টাকা পাচ্ছেন না বলে অভিযোগও জানান তাঁরা। পালটা মন্তব্য করেন দিলীপ ঘোষও। তাঁদের বুকে পা তুলে দেওয়ার হুঁশিয়ারিও দেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপর মজার ছলেই দিলীপ আবার বিক্ষোভকারীদের চা খাওয়ানোর কথাও বলেন। খোঁচা দেন কাটমানি প্রসঙ্গ তুলে।

[আরও পড়ুন: বগটুইতে আগুন ধরানোর জন্য পেট্রল কেনার অভিযোগ, সিবিআইয়ের হাতে গ্রেপ্তার ডলার]

সাতসকালে এই অশান্তির খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। বেশ কিছুক্ষণের চেষ্টায় বিক্ষুব্ধদের এলাকা থেকে সরিয়ে দিতে সক্ষম হন তাঁরা। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। তবে তৃণমূলের এই বিক্ষোভকে পাত্তা দিতে নারাজ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কথায়, “বেলদার লোকজন এমপি দেখেনি কোনওদিন, তাই আমাকে দেখতে এসেছে। আগের সাংসদরা তো এলাকায় আসত না। এখানে সমস্যার কিছু নেই।”

তাঁর দাবি, রাজ্য কোনও টাকার হিসেব দিচ্ছে না, তাই কেন্দ্র কোনও টাকা দিচ্ছে কি না, তা নিয়ে কথা বলার মানেই নেই। গো-ব্যাক স্লোগান নিয়েও একেবারেই বিচলিত নন দিলীপ। তাঁর কথায়, “ওটা তৃণমূলের স্লোগান। নিজের দলের নেতাদেরও দেয়। আসলে যাঁদের ভালবাসে তৃণমূল নেতারা তাঁদেরই গো-ব্যাক স্লোগান দেয়।” তবে দিলীপ ঘোষের এই বুকে পা তুলে দেব মন্তব্য প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “এই ধরণের ভাষা ঠিক নয়। দিলীপবাবু অশান্তির প্ররোচনা দিচ্ছেন।”

[আরও পড়ুন: অনুব্রতকন্যার চার সংস্থার ‘অস্বাভাবিক’ আয় বৃদ্ধি কোন পথে? জানতে মরিয়া সিবিআই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার