shono
Advertisement

পারিষদদের দায়িত্ব বন্টন নয়া মেয়রের, পুর প্রশাসনে গুরুত্ব বাড়ল অতীনের

স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কর মূল্যায়ণ দপ্তরেরও দায়িত্ব পেলেন ডেপুটি মেয়র৷ The post পারিষদদের দায়িত্ব বন্টন নয়া মেয়রের, পুর প্রশাসনে গুরুত্ব বাড়ল অতীনের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:29 PM Dec 04, 2018Updated: 05:29 PM Dec 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরসভার কাজে গতি আনতে বদ্ধপরিকর নয়া মেয়র ফিরহাদ হাকিম৷ মঙ্গলবার মেয়র পারিষদদের দায়িত্ব বন্টনের কাজ সেরে ফেললেন তিনি৷ এগারোটিরও বেশি দপ্তরের দায়িত্ব নিয়েছেন মেয়র নিজেই৷ দায়িত্ব বেড়েছে ডেপুটি মেয়র অতীন ঘোষেরও৷  

Advertisement

[ গুরুতর অসুস্থ নির্মলা মিশ্রকে দেখতে হাসপাতালে মেয়র ফিরহাদ হাকিম]

সোমবার ছিল কলকাতা পুরসভার মেয়র নির্বাচন৷ ১২১ জন কাউন্সিলের ভোটে মেয়র নির্বাচিত হন পুর ও নগরোয়ন্নন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ স্বাধীনতার পর তিনিই কলকাতা পুরসভার প্রথম সংখ্যালঘু মেয়র৷ ডেপুটি মেয়র নির্বাচিত হন মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ৷ ভোটগ্রহণের পরই শপথ নেন মেয়র, ডেপুটি মেয়র-সহ মেয়র পারিষদ সদস্যরা৷  কলকাতা পুরসভার নতুন মেয়র পারিষদ হয়েছেন তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়৷ মঙ্গলবার মেয়র পারিষদের দায়িত্বও ভাগ করে দিলেন মেয়র ফিরহাদ হাকিম৷ পুরসভায় দায়িত্ব বাড়ল ডেপুটি মেয়র অতীন ঘোষের৷ স্বাস্থ্য দপ্তরও তো ছিলই, কর মূল্যায়ন দপ্তরও সামলাবেন তিনি৷ পুর প্রশাসনের কর মূল্যায়ণ বিভাগের গুরুত্ব অপরিসীম৷ শহরবাসীর করের টাকাই পুরসভার আয়ের অন্যতম প্রধান উৎস৷ জল সরবরাহ, অর্থ, সংস্কৃতি, বিল্ডিং-সহ এগারোটির বেশি দপ্তরের দায়িত্ব নিজের হাতে রেখেছেন মেয়র ফিরহাদ হাকিম৷

এদিকে পুরসভার মেয়র ও ডেপুটি মেয়র বদল হলেও, মেয়র পারিষদ সদস্যদের প্রায় সকলেই আগের বোর্ডেও ছিলেন৷  নতুন মেয়র পারিষদ সদস্য বলতে শুধু তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়৷ আবাসন, আইন ও গীতাঞ্জলি প্রকল্পের দায়িত্ব পেয়েছেন তিনি৷ বাকি মেয়র পারিষদদের দায়িত্ব একই থাকছে বলে জানা গিয়েছে৷

ছবি: অমিত ঘোষ

[দশদিনে ৯৭ বার ফোন প্রাক্তন প্রেমিককে, বাগুইআটির বধূ মৃত্যুতে বাড়ছে রহস্য]

The post পারিষদদের দায়িত্ব বন্টন নয়া মেয়রের, পুর প্রশাসনে গুরুত্ব বাড়ল অতীনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement