shono
Advertisement

কসবার নার্সিংহোমে লিফট দুর্ঘটনায় মৃত্যু মহিলা চিকিৎসকের, সংকটজনক স্বামী

সোমবার নিজেদেরই নার্সিংহোমের লিফট ছিঁড়ে দুর্ঘটনা ঘটেছিল।
Posted: 11:20 AM May 09, 2023Updated: 11:33 AM May 09, 2023

ক্ষীরোদ ভট্টাচার্য: সোমবার দুপুরে নিজেদের নার্সিংহোমের লিফট (Lift) ছিঁড়ে বড় দুর্ঘটনর মুখে পড়েছিলেন কসবার চিকিৎসক দম্পতি। গুরুতর আহত অবস্থায় চিকিৎসা চলছিল। কিন্তু শেষরক্ষা আর হল না। গভীর রাতেই মৃত্যু (Death) হল দুর্ঘটনায় আহত ডাক্তার চৈতালি মিত্র। তাঁর স্বামী অনির্বাণ মিত্রর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে খবর হাসপাতাল সূত্রে। তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ঘটনায় নার্সিংহোমের (Nursing Home) নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement

ডাক্তার অনির্বাণ মিত্র ও চৈতালি মিত্র। কসবার (Kasba)রাজডাঙায় একটি নার্সিংহোম চালান এই চিকিৎসক দম্পতি। সোমবার দুপুরে সেখানে ঘটে গিয়েছিল ভয়াবহ দুর্ঘটনা। লিফটে করে নামার সময় আচমকাই লিফট ছিঁড়ে পড়ে। গুরুতর আহত হন চিকিৎসক দম্পতি। তাঁদের ভরতি করা হয় বাইপাসের ধারে এক হাসপাতালে। রাত ২ টো নাগাদ মৃত্যু হয় আহত ডাক্তার চৈতালি মিত্রর। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ডাক্তার অনির্বাণ মিত্র। দুর্ঘটনার জেরে থমথমে নার্সিংহোম। সকলেই বিষয়টি নিয়ে চিন্তিত। 

[আরও পড়ুন: গলায় বিঁধে বল্লম! অপারেশন থিয়েটারে ডাক পড়ল ওয়েল্ডিং মিস্ত্রির]

ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই সোমবার লিফট ছিঁড়ে পড়েছিল।  তবে কী পরিস্থিতি ছিল লিফট, কেনই বা ত্রুটি হল যার জেরে মৃত্যু পর্যন্ত ঘটে গেল – সেসব খতিয়ে দেখা হচ্ছে।  এই মুহূর্তে চিকিৎসক চৈতালি মিত্রর মৃত্যুর ধাক্কা সামলাতে পারছেন না কেউ। 

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ পর্যন্ত নিয়োগ বাতিল নয়, স্কুলগুলিকে চিঠি মধ্যশিক্ষা পর্ষদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement