shono
Advertisement

আমেরিকায় মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করছেন ট্রাম্প

আজই জারি হচ্ছে ঐতিহাসিক নির্দেশ... The post আমেরিকায় মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করছেন ট্রাম্প appeared first on Sangbad Pratidin.
Posted: 02:46 PM Jan 25, 2017Updated: 09:16 AM Jan 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে চলেছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মুসলিম অভিবাসীদের আমেরিকায় প্রবেশ করা সাময়িকভাবে নিষিদ্ধ করতে চলেছেন তিনি৷ এ বিষয়ে একটি অর্ডারে বুধবারই স্বাক্ষর করতে চলেছেন তিনি৷

Advertisement

(ভারত প্রকৃত বন্ধু, ফোন করে মোদিকে বার্তা ট্রাম্পের)

সংবাদ সংস্থা সূত্রে খবর, সিরিয়া, মধ্য প্রাচ্য ও আফ্রিকার দেশগুলি থেকে অভিবাসীদের আমেরিকায় প্রবেশের ভিসা নিষিদ্ধ করা হচ্ছে৷ আপাতত ৪-৬ মাস এই নিষাধাজ্ঞা বহাল থাকবে৷ প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর এটাই ট্রাম্পের প্রথম বড়সড় প্রশাসনিক পদক্ষেপ হতে চলেছে৷ পাশাপাশি, মেক্সিকো সীমান্ত বরাবর একটি উঁচু পাঁচিল তোলার ফাইলেও আজ স্বাক্ষর করতে পারেন ট্রাম্প৷ ভোটের প্রচারে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প ঘোষণা করেছিলেন, ভোটে জিতলে আমেরিকায় মুসলিমদের প্রবেশ তিনি বন্ধ করে দেবেন৷ ভোটে জিতে হোয়াইট হাউসের দখল নিয়েছেন ট্রাম্প৷ আর প্রশাসনিক ক্ষমতা হাতে পাওয়ার পরই করতে চলেছেন এই বড়সড় পদক্ষেপ৷

(চিন-পাকিস্তান আঁতাত রুখতে মোদির সঙ্গেই গাঁটছড়া ট্রাম্পের!)

ট্রাম্প তাঁর টুইটার অ্যাকাউন্টে বুধবারকে ‘বিগ ডে’ বলে উল্লেখ করে এই বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণের ইঙ্গিত দিয়েছেন৷ আপাতত বেশ কয়েক মাস সিরিয়া-সহ মধ্য প্রাচ্য ও আফ্রিকার ৬টি দেশ থেকে অভিবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হচ্ছে৷ আমেরিকায় মুসলিমদের প্রবেশের বিষয়টি ভালো চোখে দেখছেন না ট্রাম্প৷ তাই সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের মার্কিন ভিসা ‘ব্লক’ করা হচ্ছে৷

ট্রাম্প তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে বুধবার একটি বড় দিন হতে চলেছে৷ অন্যান্য বিষয়ের পাশাপাশি আমরা ঐতিহাসিক দেওয়ালও গড়ে তুলব৷’ মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন দফতরের চিফ কাউন্সিল স্টিফেন লেগমস্কি জানিয়েছেন, আমেরিকায় প্রবেশের বিষয়ে যে কোনও সিদ্ধান্ত গ্রহণের মতো প্রশাসনিক ক্ষমতা প্রেসিডেন্টের হাতে রয়েছে৷

(ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক তসলিমা)

The post আমেরিকায় মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করছেন ট্রাম্প appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement