shono
Advertisement

গোরক্ষার নামে আইন হাতে নিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি যোগীর

অবৈধ কসাইখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পুলিশের কাজ, বক্তব্য মুখ্যমন্ত্রীর। The post গোরক্ষার নামে আইন হাতে নিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি যোগীর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:48 PM May 09, 2017Updated: 12:18 PM May 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোরক্ষকদের ফের হুঁশিয়ারি দিলেন যোগী আদিত্যনাথ। গোরক্ষার নামে আইন হাতে তুলে নিলে কড়া পদক্ষেপের হুমকি দিলেন উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী। মীরাটে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ‘কোথাও বেআইনি কসাইখানার খবর পেলে পুলিশ প্রশাসনকে খবর দিন। তারাই ব্যবস্থা নেবে। কোনও সংগঠন গোরক্ষার নামে আইন হাতে তুলে নিতে পারে না। অবৈধ কসাইখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পুলিশের কাজ, কোনও সংগঠনের নয়।’

Advertisement

[পাত্র আরবে, যোগীর রাজ্যে মুসলিম কন্যার বিয়ে ভিডিও কনফারেন্সেই]

যোগী লখনউয়ের মসনদে বসার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে স্বঘোষিত গোরক্ষকদের দৌরাত্ম্যের খবর মিলেছে। গোরক্ষার নামে সামাধরণ মানুষকে মারধরের ঘটনায় বিরোধীরা শাসকদল বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। অভিযোগে বেশ কিছুটা কোণঠাসা যোগীর সরকার গোরক্ষকদের বিরুদ্ধে নরম-গরমে ব্যবস্থা নিলেও কোনও লাভ হয়নি। তাই এবার কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যোগী। অ্যান্টি রোমিও স্কোয়াড নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে আদিত্যনাথকে। সেই বিষয়ে এদিন মুখ্যমন্ত্রীর সাফাই, মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে এটাই বাঞ্ছনীয় মত যোগীর। ‘আমাদের মেয়েরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে সমস্যায় পড়ে তার জন্য অ্যান্টি রোমিও স্কোয়াড বানানো হয়েছে। কিন্তু তা নিয়ে যদি কেউ এখন সমস্যায় পড়েন আইনের দ্বারস্থ হন। ব্যবস্থা নেওয়া হবে।’

[খালি হাতে কুমিরের প্রাণ বাঁচালেন চাষিরা, ভাইরাল ভিডিও]

ক্ষমতায় আসার পর এই প্রথম মীরাটে সভা করলেন যোগী। এখানে এসে কৃষকদের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা শোনেন তিনি। তিনি জানিয়েছেন, উন্নয়নের স্বার্থে কৃষকদের স্বার্থ সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

The post গোরক্ষার নামে আইন হাতে নিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি যোগীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার