সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশায় (Odisha) রেলযাত্রার ভয়াবহতা কিছুতেই কাটছে না। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার (Coromandel Express Accident) এক সপ্তাহের মধ্যেই এবার রেলের কামরায় আগুন ধরে গেল। জানা গিয়েছে, আগুন লেগে যায় আপ দুর্গ-পুরী এক্সপ্রেসের (Durg-Puri Express) একটি কামরায়। সঙ্গে সঙ্গেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বৃহস্পতিবার খাইয়ার রোড স্টেশনের এই ঘটনায় ফের প্রশ্নের মুখে রেল পরিষেবা। যদিও এক ঘণ্টার মধ্যে ট্রেনটি মেরামত হয়েছে বলে খবর।
বৃহস্পতিবার সন্ধেবেলা পুরী থেকে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রার কিছুক্ষণের মধ্যেই আচমকা ধোঁয়া বেরতে দেখা যায় একটি এসি কোচ থেকে। সঙ্গে সঙ্গেই খাইয়ার রোড স্টেশনে থামিয়ে দেওয়া হয় ট্রেনটি। আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে এদিক-ওদিক ছুটতে থাকেন। তবে শেষ পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী, মনোয়নের সময় বাড়ানোর দাবি, পঞ্চায়েত ভোট নিয়ে হাই কোর্টে যাচ্ছেন শুভেন্দু-অধীর]
ইস্ট কোস্ট রেলওয়ের তরফে জানানো হয়েছে, “বি-৩ কোচে আগুন ধরে গিয়েছিল। মূলত ব্রেকের সমস্যার জেরেই বিপত্তি হয়েছিল। তবে ব্রেক থেকে আগুন ধরলেও কোনও কামরায় তা ছড়িয়ে পড়েনি। এক ঘণ্টারও কম সময়ে সমস্ত মেরামতির কাজ শেষ হয়েছে। রাত এগারোটা নাগাদ ফের যাত্রা শুরু করেছে আপ দুর্গ-পুরী এক্সপ্রেস।”
প্রসঙ্গত, ভয়াবহ করমণ্ডল দুর্ঘটনার পরে ট্রেনে চাপতে ভয় পাচ্ছেন যাত্রীরা। তার মধ্যেই একের পর এক বিপত্তি ঘটছে রেলে। কয়েকদিন আগেই মালগাড়িতে কাটা পড়ে মৃত্যু হয় চার শ্রমিকের। ওড়িশার এই ঘটনার দিনেই অসমে লাইনচ্যুত হয় মালগাড়ির ২০টি বগি। সবমিলিয়ে, একাধিক প্রশ্নের মুখে দাঁড়িয়ে ভারতীয় রেল।