অর্ক দে, বর্ধমান: রাজনীতির আঙিনা পেরিয়ে দুর্গাপুজোতেও (Durga Puja 2021) এবার ‘খেলা হবে’। তবে কোনও রাজনৈতিক উদ্দেশে নয়, ‘খেলা হবে’ নামের মধ্যে দিয়ে এবারের পুজো প্যান্ডেলে চমক দিতে চলেছেন বলেই জানাচ্ছেন উদ্যোক্তারা। পূর্ব বর্ধমানের মেমারির (Memari) পাল্লারোড পল্লিমঙ্গল সমিতির পুজো এবার ৮০তম বর্ষ। প্রতি বছরই নানা থিমের প্যান্ডেল প্রচুর দর্শক টানে। তাদেরই এ বছরের পুজোর থিম তৈরি হচ্ছে ‘খেলা হবে’ শিরোনামে।
তবে রাজনৈতিক স্লোগানই নয়, পল্লিমঙ্গল সমিতির থিমের মধ্যে রয়েছে বর্তমান পরিস্থিতির বিভিন্ন বাস্তব চিত্র। করোনা (Coronavirus) পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, পুলিশকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যে লড়াই করে চলেছে, তারই বিভিন্ন চিত্র মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে পুজো প্যান্ডেলে। করোনা পরিস্থিতিতে সমস্ত কিছু ভুলে মহামারী থেকে সকলকে রক্ষা করার জন্য দেবী রূপে আবির্ভূত হয়েছেন এঁরা সকলে। তাই তাঁদের নিয়েই এবারের দুর্গা পুজোর থিম। ‘খেলা হবে’ এখানে প্রতীকী। উদ্যোক্তাদের বার্তা, অশুভ শক্তির বিরুদ্ধে দেবীরূপে এই মানুষদের নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে অসুর দমনের খেলা হবে। তাই থিম ‘খেলা হবে’ (Khela Hobe)। সবাই আবার সুস্থ পৃথিবী ফিরে পাব। শুভ শক্তির জয় হবে, এমনই মনে করেন তিনি।
[আরও পড়ুন: Durga Puja 2021: কাঁটা করোনা, ৫৬৭ বছরের পুরনো দুর্গাপুজোর একাধিক রীতিতে কাঁটছাট কোন্নগরে]
পল্লিমঙ্গল সমিতির সদস্য অনুপম পাল, সুজয় ঘোষরা জানান, অসুররূপী করোনাকে হারাতে ডাক্তার, নার্স, পুলিশ, স্বেচ্ছাসেবী রূপী মা দুর্গার জয়ের খেলা হওয়ার কথাই বলতে চেয়েছেন তাঁরা। পল্লিমঙ্গল সমিতির এবারের প্যান্ডেল করছেন রসুলপুরের শিল্পী কাশী বন্দ্যোপাধ্যায়। মডেলের মাধ্যমে পুজো প্যান্ডেলের মধ্যে এই থিম ফুটিয়ে তোলা হবে। তাঁদের এ বছরের বাজেট সাড়ে ৭লক্ষ টাকা। তবে প্যান্ডেল থিমের হলেও প্রতিমা হবে এক্কেবারে সাবেকি। শিল্পী রাম পাল এবার পল্লিমঙ্গল সমিতির প্রতিমা তৈরি করছেন।
[আরও পড়ুন: বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, রবিবার থেকেই রাজ্যে ফের প্রবল দুর্যোগের আশঙ্কা]
সমিতির সাধারণ সম্পাদক সন্দীপন সরকার জানান, সরকারি বিধিনিষেধ মেনে খোলামেলা প্যান্ডেল তৈরি করা হচ্ছে। করোনার ধাক্কায় প্রত্যেক পুজোর মত বাজেট কমেছে পল্লিমঙ্গলেরও। অন্যান্য বছরের মতো স্পন্সরশিপ পাওয়া যাচ্ছে না বলেই বাজেট কমাতে হয়েছে। পুজোর চারদিন নানা সামাজিক কর্মসূচি রয়েছে। এখন করোনাকে হারাতে মা দুর্গার ‘খেলা হবে’ কতটা মন জয় করতে পারে দর্শকদের, সেটাই দেখার বিষয়।