shono
Advertisement

জেগে উঠল আগ্নেয়গিরি, ভূমিকম্পে বিধ্বস্ত হাওয়াই

১৯৭৫ সালের পর হাওয়াই দ্বীপপুঞ্জে এত বড় অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ঘটনা ঘটেনি। The post জেগে উঠল আগ্নেয়গিরি, ভূমিকম্পে বিধ্বস্ত হাওয়াই appeared first on Sangbad Pratidin.
Posted: 02:40 PM May 06, 2018Updated: 02:55 PM May 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওয়াই দ্বীপপুঞ্জের বিগ আইল্যান্ডে অগ্নুৎপাত। আর তারই জেরে ঘর ছাড়া হল বহু মানুষ। দ্বীপের কাছাকাছি কিলাউয়েয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছিল। সেখানকার লাভা পৌঁছে যায় দ্বীপে। তার ফলেই এলাকার মানুষ ঘর ছাড়তে বাধ্য হন।

Advertisement

[ যৌন কেলেঙ্কারিতে পুড়েছে মুখ, এবছর সাহিত্যে নোবেল না দেওয়ার সিদ্ধান্ত অ্যাকাডেমির ]

শুক্রবার রাতে হঠাৎই জেগে ওঠে কিলাউয়েয়া আগ্নেয়গিরি। এর ফলে বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৯। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এলাকা প্রায় ১২ বার কেঁপে উঠেছে। ১৯৭৫ সালের পর হাওয়াই দ্বীপপুঞ্জে এত বড় অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ঘটনা ঘটেনি। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনার পর থেকে এলাকায় ক্রমাগত কম্পন চলছে। এলাকার একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। বিপর্যয় এখনও চলছে। সেই সঙ্গে চলছে অগ্ন্যুৎপাত।

বিগ আইল্যান্ডের সিভিল ডিফেন্স অ্যাডমিনিস্ট্রেটর তালমাদে ম্যাগনো জানিয়েছেন, অগ্ন্যুৎপাত এখনও চলছে। আগামী কয়েকদিন তা কমার কোনও সম্ভাবনাই নেই। এই দুর্যোগের ফলে হাওয়াইয়ের বৈদ্যুতিক ব্যবস্থাও ভেঙে পড়েছে। প্রায় ১৪ হাজার ঘরে কোনও বিদ্যুৎ সংযোগ নেই। বিপর্যয়ের পর কিছু কিছু জায়গায় অবশ্য বিদ্যুৎ সংযোগ এসেছে। কিন্তু অধিকাংশ এলাকাই এখনও আঁধারে।

[ কাবুল হামলায় হাত রয়েছে পাকিস্তানের, আফগান রাষ্ট্রদূতের মন্তব্যে জল্পনা ]

কিলাউয়েয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এলাকায় যে ভূমিকম্প হয়েছে, তার ফলে জায়গায় জায়গায় ফাটল সৃষ্টি হয়েছে। সেখান থেকেও লাভা বেরিয়ে আসছে বলে খবর। এলাকার রাস্তা, বাড়িঘর, যানবাহন ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগ্নেয়গিরিতে অন্তত ৭টি ফাটল সৃষ্টি হয়েছে। হাওয়াই সিভিল ডিফেন্স এজেন্সি এখবর জানিয়েছে। তারা এও জানিয়েছে, বিগ আইল্যান্ডের কাছে এক হাজার সাতশো মানুষ থাকেন। হাওয়াইয়ের মেয়র হ্যারি কিম জানিয়েছেন, সরকার ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। যারা বাড়ি গিয়ে জিনিসপত্র নিয়ে আসতে চায়, সরকার তাদের সাহায্য করবে।

প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়বলয়ের মধ্যেই রয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জ। এর ফলে প্রায়ই এখানে ভূমিকম্প হয়।

The post জেগে উঠল আগ্নেয়গিরি, ভূমিকম্পে বিধ্বস্ত হাওয়াই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement