shono
Advertisement

Breaking News

কোপায় ‘ম্যান অফ দ্য ম্যাচ’বিতর্কে জড়ালেন নর্ডি

তবে ম্যাচের সেরা কে তা নিয়ে বিতর্ক থেকেই গেল৷ ম্যাচ শেষে সোনি নিজে ফেসবুকে পোস্ট করে জানান, তিনিই ম্যাচের সেরা৷ তাঁর ভাই জো হাইতি থেকে ফোনে বললেন, “হ্যাঁ, আমার দাদাই ম্যাচের সেরা৷”
Posted: 02:43 AM Jun 14, 2016Updated: 09:13 PM Jun 13, 2016

স্টাফ রিপোর্টার: আরে ওই তো সোনি নর্ডি৷ কাকভোরে বাঙালি চোখ ডলতে ডলতে টিভি অন করতেই ভেসে উঠল সোনির মুখ৷ নীল জার্সি পরে হাইতির জাতীয় দলের লাইনে৷ ডান হাতটা বাঁ দিকের বুকে ঠিক হৃৎপিণ্ডের উপর রাখা৷ চিৎকার করে হাইতির জাতীয় সংগীত গাইছেন৷ যেখানে ভোরবেলা রোজ মেসি, ডি মারিয়া, আগুয়েরাদের দেখতে হচ্ছে, এবার সেখানেই শহরের ঘরের ছেলে হয়ে ওঠা সোনি নর্ডি!
তবে ম্যাচের সেরা কে তা নিয়ে বিতর্ক থেকেই গেল৷ ম্যাচ শেষে সোনি নিজে ফেসবুকে পোস্ট করে জানান, তিনিই ম্যাচের সেরা৷ তাঁর ভাই জো হাইতি থেকে ফোনে বললেন, “হ্যাঁ, আমার দাদাই ম্যাচের সেরা৷” যদিও কোপা আমেরিকার অফিসিয়াল সাইটে দেখা যাচ্ছে ম্যাচের সেরা ইকুয়েডরের ভ্যালেনসিয়া৷ তাই ম্যাচের সেরা কে হলেন, সেই নিয়ে বিতর্ক থেকেই গেল৷
সঙ্গে সঙ্গে খোঁজখবর নেওয়ার পালাও চলল৷ এর আগে ভারতীয় ক্লাবে খেলা কোনও ফুটবলারকে কোপার মতো বড় ফুটবল আসরে দেখা যায়নি৷ সেক্ষেত্রে কোপাতে হাজির মোহনবাগানও৷ কেন না, কোপাতে প্রত্যেক দেশের ফুটবলারদের প্রোফাইল দেখানোর সময় সোনি নর্ডির পাশে লেখা থাকছে-‘মোহনবাগান৷’ তাই এদিন সকালে হাইতির সমর্থনে টিভির সামনে বসেছিলেন মোহনবাগান সমর্থকরাও৷ রোজ যাঁকে পাশের মাঠে অনুশীলন করতে দেখি, সেই সোনি নর্ডি এদিন কোপায় টানা ৯০ মিনিট দাপিয়ে ফুটবল খেলল, বাংলার ফুটবলের জন্য অবশ্যই ভাল বিজ্ঞাপন৷
মোহনবাগানে যে জায়গায় খেলেন, সেই লেফট উইংয়ে হাইতির হয়ে মাঠে নামলেন মোহনবাগান তারকা৷ তারপর যেরকম সবুজ-মেরুন জার্সি পরে এঁকে বেঁকে বিপক্ষের ডিফেন্স ভেঙে ফেলেন, এদিনও সেরকমভাবেই বারবার ইকুয়েডর ডিফেন্স ভাঙলেন৷ তাতেও শেষ রক্ষা হল না৷ ৪-০ গোলে হারতে হল ইকুয়েডরের কাছে৷ আর পরের রাউন্ডে চলে গেল ইকুয়েডর৷ ব্রাজিলের বিরু‌দ্ধে মাঠের বাইরেই ছিলেন সোনি৷ এদিন ৯০ মিনিটে চোখ ধাঁধানো ফুটবল খেলে পুষিয়ে দিলেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement