সংবাদ প্রতিদিন ব্যুরো: রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে ইডি (Enforcement Directorate) হানা। রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে নেমে এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তল্লাশি চলছে মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়িতেও।
জানা গিয়েছে, সল্টলেকে মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। বাড়িতেই রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রীর তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বয়ান ইডি রেকর্ড করতে চায় বলে খবর। চালকল মালিক বাকিবুর রহমানের খাদ্যদপ্তরের সঙ্গে কীভাবে যোগাযোগ? জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেই কি সম্পর্ক ছিল? কীভাবে যোগাযোগ হয়েছিল মন্ত্রীর সঙ্গে? এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করা হচ্ছে জ্যোতিপ্রিয়কে, দাবি সূত্রের। পাশাপাশি তাঁর ব্যাঙ্ক লেনদেন ও সম্পত্তিও খতিয়ে দেখছে ইডি।
সাতসকালে অভিযান চালানো হয়েছে মন্ত্রীর আপ্তসহায়কের নাগেরবাজারের তিনটি ফ্ল্যাটেও। যেগুলি বেশ কয়েকদিন ধরে তালা বন্ধ অবস্থাতেই ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ইডি সূত্রে দাবি, ফ্ল্যাটের মালিকানা কার, কবে ফ্ল্যাট কেনা হয়েছে, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই সমস্ত তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। মন্ত্রীর আপ্তসহায়ক ফ্ল্যাটে নেই বলেই খবর।
[আরও পড়ুন: ‘১০০ দিনের কাজের টাকা ফেরান’, রাজ্যপালের দেওয়া দুর্গারত্ন ফেরাল কল্যাণীর লুমিনাস ক্লাব]
তদন্তকারীদের ধারণা, রেশন বন্টনে যে হারে দুর্নীতি হয়েছে তা কোনও রেশন ডিলারের একার পক্ষে করা সম্ভব নয়। বরং এর পিছনে বিরাট চক্র কাজ করেছে। তার শিকড় বহুদূর বিস্তৃত। তৎকালীন খাদ্যমন্ত্রী এ বিষয়ে কি যুক্ত? তা জানতেই মন্ত্রীর বাড়িতে তল্লাশি বলে সূত্রের খবর। এদিকে বেলেঘাটার এক ব্য়বসায়ীর বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি।
শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ, কয়লা ও গরু পাচারের পর এবার রেশন দুর্নীতিতেও কোমর বেঁধে তদন্ত নেমেছে ইডি। রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে ইতিমধ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রী ‘ঘনিষ্ঠ’ বাকিবুর রহমানকে গ্রেপ্তার করেছে তারা। চলছে টানা জেরা। সেই জেরা থেকেই ১ হাজার কোটির সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সেই সম্পত্তির মালিক কি তিনি একাই? নাকি রেশন বন্টনে দুর্নীতির শিঁকড় আরও গভীরে ছড়িয়ে রয়েছে, তা জানতেই বৃহস্পতিবার সকাল থেকে একযোগে ৮ জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি।