সোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে মুখ পুড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরার এক মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। তাদের সেই আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট। আবেদন প্রত্যাহারের পরামর্শ দেয় আদালত। পরে তা প্রত্যাহার করে নেয় তদন্তকারী সংস্থা।
রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গোপনীয়তা রক্ষা মামলায় কলকাতা হাই কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছিল ইডি। গত বছরের ১৭ অক্টোবর কলকাতা হাই কোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, “ইডি তার অভিযানের আগে সংবাদমাধ্যমকে জানাতে পারবে না। তদন্তের ‘সার্চ অ্যান্ড সিজার’-এর সময় লাইভ করা যাবে না।” সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল ইডি।
[আরও পড়ুন: ব্রেকফাস্টে ভাত চেয়ে কী পেলেন শাহজাহান? সিবিআইয়ের খাঁচায় কেমন আছেন সন্দেশখালির ‘বাঘ’?]
সুপ্রিম কোর্ট আবেদন শুনতেই চায়নি। আবেদন খারিজ করার আগে তা প্রত্যাহার করার পরামর্শ দেন বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ। তবে ইডির করফে এএসজি রাজু দাবি করে ছিলেন, তাঁদের এসএলপি বা স্পেশাল লিভ পিটিশন নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেবেন না। কারণ আরও একবার হাই কোর্টে যেতে চায় ইডি। যদিও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে আবেদনের কোনও জায়গাই নেই। এর পরই আবেদন প্রত্যাহার করে নেন ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু।