shono
Advertisement
Musk-Trump Relation

ট্রাম্পের অতর্কিত আঘাত, মুখোশ খুলল মাস্কের!

‘ইলন মাস্ক’– এই নামের সঙ্গে মুখোশের অনুষঙ্গ জড়িয়ে থাকবেই।
Published By: Kishore GhoshPosted: 03:58 PM Jul 09, 2025Updated: 03:58 PM Jul 09, 2025

ডোনাল্ড ট্রাম্প মাস্কের ঝোড়ো আবির্ভাব নস্যাৎ করেছেন একটি ছবি তুলে ধরে। আঘাত করেছেন তাঁর স্বপ্ন-বিলাস-বৈভবকেও।

Advertisement

‘আ সিঙ্গল ম‌্যান ইন পোজেশন অফ আ গুড ফরচুন মাস্ট বি ইন ওয়ান্ট অফ আ ওয়াইফ।’ বহু বছর আগে ইংরেজ ঔপন‌্যাসিক জেন অস্টিন লিখেছিলেন এই অব‌্যর্থ উক্তি তাঁর ‘প্রাইড অ‌্যান্ড প্রেজুডিস’ উপন‌্যাসে। এই ‘ওয়াইফ’ বা স্ত্রী-কে যে ‘নারী’ হতেই হবে তা নয়। ধনকুবের ইলন রিভ মাস্ক-কে ‘আ সিঙ্গল ম‌্যান ইন পোজেশন অফ আ গুড ফরচুন’ কিছুতেই বলা যাবে না। তিনি একাধিকবার বিয়ে করেছেন এবং বিয়েবিচ্ছিন্ন হয়েছেন।

সুতরাং তিনি ‘সিঙ্গল্‌’ না হয়েও ‘লোনলি’ বটেই। এবং ‘আ লোন ম‌্যান ইন পোজেশন অফ আ গুড ফরচুন’, তাঁকে তো বলাই চলে। এবং তাঁর একাকিত্বের অভাব পূরণে যে নতুন ‘স্ত্রী’টিকে তিনি এই মুহূর্তে একান্তভাবে চাইছেন, তা হল– মার্কিন রাজনীতিতে তাঁর সম্ভাব‌্য ভবিষ‌্যৎ, তাঁর ক্ষমতা ও প্রভাবের প্রসার, তাঁর প্রতিষ্ঠিত নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’-র আগমন ও উত্থান!

‘ইলন মাস্ক’– এই নামের সঙ্গে মুখোশের অনুষঙ্গ জড়িয়ে থাকবেই। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের মুখোশ পরে যে-মাস্কের মার্কিন রাজনীতিতে আগমন, সেই মাস্ক কি শুধুমাত্র ট্রাম্পকে কোটি-কোটি ডলার ব‌্যয় করে তাঁকে নির্বাচনে জিতিয়ে প্রেসিডেন্টের পদে বসিয়ে নিজে নেপথ্যে থেকে যাওয়ার রোম‌্যান্টিক অভিমানে থিতু মানুষ হতে পারেন? অসম্ভব! তাই একদিন-না-একদিন তিনি মুখোশ খুলে তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার নখ-দাঁত-থাবা বের করবেন-ই, এটা ছিল শুধু সময়ের অপেক্ষা।

তিনি যখন ট্রাম্পের সমর্থনে সবটুকু ঢেলে দিয়েছিলেন, তখন যে ট্রাম্পের গায়ে যৌন অপরাধের ক্লেদ ছিল না, তা তো নয়। কিন্তু তিনি সেসব ডলারের তোড়ে প্রায় ধুয়ে-মুছে সাফ করে দিয়েছিলেন। কিন্তু যে-মুহূর্তে ক্ষমতায় আসার পর ট্রাম্প একের-পর-এক তোপ দাগলেন মাস্কের প্রভাব ও পরিচালনার উপর, খসে পড়ল মাস্কের মুখোশ। এবং মার্কিন রাজনীতিই যে তাঁর এই মুহূর্তের সমস্ত ধন-দৌলত-প্রতিপত্তি আবদার করার মতো নতুন নেশা, এই সত‌্যটি ভিতর থেকে বেরিয়ে এল।

মাস্কের এই ঝোড়ো আবির্ভাবকে নসাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে-ছবিটা তুলে ধরেছেন, তা হল রেল ইয়ার্ডে পরিত‌্যক্ত একটা ভাঙা কামরার, যা কিনা এই মুহূর্তের মাস্ক! এহেন ভাঙা পরিত‌্যক্ত রেলগাড়ির কামরা স্বপ্ন দেখতেই পারে। কিন্তু সে স্বপ্ন এতই বোধবুদ্ধিহীন, অবাস্তব ও বোকা-বোকা, তার কোনও ভবিষ‌্যৎ নেই।

একই সঙ্গে ট্রাম্প আঘাত করেছেন মাস্কের আরও একটি স্বপ্নময় আহ্বানকে; সেই আহ্বান হল, অদূর ভবিষ‌্যতে আমেরিকার সব গাড়িই হোক বিদ্যুৎচালিত, যাতে মাস্কের তৈরি বিদ্যুৎবাহিত ‘টেসলা’ গাড়ির বাণিজ‌্য পেতে পারে শীর্ষাসন। ‘তা হবে না’– বলেছেন ট্রাম্প, ‘আমেরিকানরা যে-যার খুশি মতো গাড়ি কিনবে!’ ফলে মাস্কের নতুন মুখোশ, তিনি এখন আমজনতার বন্ধু তাঁর আমেরিকা পার্টি সাধারণ মানুষের মঙ্গলে নিয়োজিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুতরাং তিনি ‘সিঙ্গল্‌’ না হয়েও ‘লোনলি’ বটেই।
  • মুখোশ খুলে তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার নখ-দাঁত-থাবা বের করবেন-ই, এটা ছিল শুধু সময়ের অপেক্ষা।
Advertisement