shono
Advertisement

কাপুর পরিবারে নতুন সদস্যের আগমন, মা হলেন একতা

একতা কাপুরের স্বপ্নপূরণ। The post কাপুর পরিবারে নতুন সদস্যের আগমন, মা হলেন একতা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:06 PM Jan 31, 2019Updated: 03:08 PM Jan 31, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগে অনেকবার মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন টেলিভিশন কুইন একতা কাপুর। বিশেষ করে তুষার কাপুরের ছেলের সম্পর্কে কথা বলতে গিয়ে একাধিকবার নিজের এই সুপ্ত বাসনার কথা প্রকাশ করেছেন তিনি। এবার স্বপ্নপূরণ হল তাঁর। ছেলের মা হলেন একতা কাপুর। ২৭ জানুয়ারি জন্ম হয় তাঁর ছেলের।

Advertisement

তুষার কাপুর তো ইতিমধ্যেই বাবা। লক্ষ্য নামে এক ছেলে আছে তাঁর। ভাইয়ের থেকে অনুপ্রেরণা নিয়ে একতাও এবার সেই পথেই হাঁটলেন। বিয়ে করেননি তিনি। কিন্তু তাই বলে কি তিনি মা হতে পারবেন না? এমনটা নয় মোটেই। মানসিকভাবে যখন তিনি তৈরি তখন মা হতে বাধা কোথায়? বিয়ে তাঁকে আটকাতে পারে না। ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে একতাও সারোগেসির আশ্রয় নেন। সেকথা অবশ্য আগে ঘূণাক্ষরেও জানতে দেননি তিনি। গোটাটাই হয় লোকচক্ষুর অন্তরালে।

পোশাক নিয়ে কট্টরপন্থীদের রোষের মুখে সারা, পালটা দিলেন অভিনেত্রীও ]

তবে ভালয় ভালয় সব মিটে গিয়েছে। একতার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ আছে। কোনও সমস্যা নেই তাঁর। তবে ছেলের নাম এখনও ঠিক করেননি একতা। প্রকাশ্যে আসেনি ছবিও। কিন্তু নতুন সদস্যের আগমনে খুশির হাওয়া কাপুর পরিবারে। ভাই তুষার কাপুরও খুশি। খুশি লক্ষ্যও। সব মিলিয়ে উৎসবের আবহ জিতেন্দ্রর বাড়িতে।

একতা কাপুর এখন ‘কসৌটি জিন্দেগি কি ২’ ধারবাহিক নিয়ে ব্যস্ত। ধারাবাহিকের টিআরপি গ্রাফ দিন দিন চড়ছে। তাই এনিয়ে আজকাল বেশ ব্যস্তই থাকেন একতা কাপুর। এছাড়া হাতে রয়েছে একটি ছবির কাজ। কঙ্গনা রানাউত রাজকুমার রাও অভিনীত ‘মেন্টাল হ্যায় কেয়া’ ছবিতে প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তারপর রয়েছে পরিণীতি চোপড়া ও সিদ্ধার্থ মালহোত্রার ‘জবরিয়া জোড়ি’ এবং ভূমি পেডনেকর-কঙ্কনা সেনশর্মার ‘ডলি কিট্টি অউর উয়ো চমকতে সিতারেঁ’। এছাড়া আয়ুষ্মান খুরানা ও নুসরত বারুচার ‘ড্রিম গার্ল’ ছবিটিও রয়েছে তালিকায়।

ত্রিমূর্তির কীর্তিকলাপ নিয়ে বড়পর্দায় ফিরছে ‘হেরা ফেরি’ ]

The post কাপুর পরিবারে নতুন সদস্যের আগমন, মা হলেন একতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement