সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনের আড়ালে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে আমেরিকা, ন্যাটো ও পশ্চিমের দেশগুলো। কার্যত ‘মিথ্যার সাম্রাজ্য’ তৈরি করেছে তারা। যুদ্ধের ময়দানে আসল মাথা ‘মিথ্যাবাদী’ পশ্চিমের। বিশ্বমঞ্চে এইভাবেই কড়া ভাষায় আমেরিকা-সহ পশ্চিমের দেশগুলোকে একহাত নিল রাশিয়া।
সংবাদমাধ্যম আল জাজিরা সূত্রে খবর, রাষ্ট্রসংঘে এক সাংবাদিক সম্মেলনে ইউক্রেন (Ukraine) যুদ্ধ নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ (Sergei Lavrov )। আমেরিকা-সহ পশ্চিমের দেশগুলোকে তোপ দেগে ঝাঁজাল ভাষায় লাভরভ বলেন, “আমেরিকা ও পশ্চিমের দেশগুলো মিথ্যার সাম্রাজ্য তৈরি করছে। ইউক্রেনের আড়ালে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ নেমেছে তারা। ক্রমাগত আগুনে ঘি ঢালার মতো কিয়েভকে উসকানি দিয়ে যাচ্ছে আমেরিকা ও তার শরিকরা।”
[আরও পড়ুন: ‘ভারতের বিরুদ্ধে অভিযোগ সত্যি প্রমাণিত হলে…’, বিতর্কের আসরে সরব কানাডার প্রতিরক্ষামন্ত্রী]
জানা গিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) দশ-দফা প্রস্তাব নাকোচ করে দিয়েছেন রুশ বিদেশমন্ত্রী। লাভরভ জানিয়েছেন, কিয়েভ শান্তি স্থাপনের জন্য যে নীল নকশা তৈরি করেছে তা মেনে নেওয়া সম্ভব নয়। এমনকী রাশিয়াকে কৃষ্ণসাগরের শস্যচুক্তি নিয়ে পুনরায় ভেবে দেখার প্রস্তাব দিয়েছিল রাষ্ট্রসংঘ। মস্কোর তরফের সেই প্রস্তাবেও সাড়া দেওয়া হয়নি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই কৃষ্ণসাগরে রাশিয়ার নৌসেনার সদর দপ্তরে মিসাইল হামলা চালায় ইউক্রেন। গত জুলাই মাসে কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বন্দরে হওয়া ভয়াবহ রুশ হামলারই বদলা নেয় কিয়েভ। এখানেই মস্কোর দাবি, একা ইউক্রেনের পক্ষে এইরকম শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়। আমেরিকা জেলেনস্কির ‘লিলিপুট বাহিনী’কে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছে। ব্রিটেনের গোয়েন্দা দপ্তরও ক্রমাগত সাহায্য করে চলেছে কিয়েভকে। পশ্চিমি জোটের যুদ্ধ-উপদেষ্টারাও কাজ করছে জেলেনস্কির সঙ্গে।
প্রসঙ্গত, গত কয়েক মাসে পুতিন বাহিনীর বিরুদ্ধে আক্রমণের ধারা তীব্র করেছে ইউক্রেন। ‘কাউন্টার অফেন্সিভ’ বা পালটা আক্রমণে হারানো জমি ফিরে পাবার মরিরা চেষ্টা চালাচ্ছে কিয়েভ। রাশিয়ার অন্দরে হামলা চালাতেও পিছু পা হচ্ছে না জেলেনস্কি বাহিনী। যা এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মস্কোর।
[আরও পড়ুন: নীতি বদল! এবার ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দিচ্ছে ‘আগ্রাসী’ আমেরিকা]