সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ বছরের অপেক্ষার ফসল। পুজোর মরসুমে টলিপাড়ার ‘বিগ ব্লকবাস্টার’ ‘রক্তবীজ’ (Raktabeej)। গত শুক্রবার, ২৭ অক্টোবর প্যান ইন্ডিয়া রিলিজ করেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। বাংলার পর এবার প্রবাসী রাজ্যের দর্শকদের ভালোবাসাও কুড়োচ্ছে ‘রক্তবীজ’। জাতীয়স্তরের সিনেসমালোচকদের কলমেও এই ছবির মার্কশিটে ঝকঝকে নম্বর বসেছে।
প্রসঙ্গত, উৎসবের মরসুমে দাপিয়ে ব্যাটিং করছে টলিউড ব্রিগেড। অতিমারী উত্তর পর্ব থেকেই খবর, বাংলা সিনেমা নাকি ‘হালে পানি পাচ্ছে না’! টলিউডের সুদিন-দুর্দিন নিয়েও চর্চার অন্ত নেই। তবে এবারের পুজোয় চাঙ্গা বাংলা সিনে ইন্ডাস্ট্রির বক্স অফিস। আর বক্স অফিসের রিপোর্টকার্ড নিয়ে যখন চর্চার অন্ত নেই, তখন দর্শকদের ভালোবাসাকে বুকে আঁকড়েই ‘রক্তবীজ’-এর বিজয়রথ ছুটিয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
উপরন্তু এই প্রথম পুজোর মরসুমে সিনেমা রিলিজ করেছেন নন্দিতা-শিবপ্রসাদ। ১২ বছরের সেই অপেক্ষা বিফলে যায়নি। দলে দলে সিনেমা হল ভরিয়ে রায় দিয়েছেন বাংলার দর্শকরা। প্রযোজনা সংস্থার তরফে খবর, বাংলার বাইরেও বাঙালি সিনেমাপ্রেমীরা ভূয়সী প্রশংসা করছেন। সিনেবাণিজ্য বিশ্লেষক গিরীশ জোহরের টুইটেই সেই বিষয়ে সিলমোহর পড়ল। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “মাস্ট ওয়াচ! নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি আরেকটা মাস্টারপিস।”
[আরও পড়ুন: ‘মা লক্ষ্মী এল ঘরে’, পরম যত্নে পুজোর আয়োজনে মহানায়কের বাড়ির ‘গিন্নি’ দেবলীনা কুমার]
প্রসঙ্গত, মাত্র ৮ দিন পেরিয়েই তিন কোটির ক্লাবে ঢুকে পড়েছে ‘রক্তবীজ’। তাছাড়া, বাজেটের ঢক্কা নিনাদের ফাঁদে পা না দিয়ে উইন্ডোজ জুটি বরাবরই দর্শকদের নার্ভের দিকে যেভাবে খেয়াল রাখেন, এবারও তার অন্যথা হয়নি।