shono
Advertisement
Kangana Ranaut

কুণালকে তোপ, শিণ্ডেকে সমর্থন কঙ্গনার, ফিরল উদ্ধব জমানায় অভিনেত্রীর বুলডোজার যন্ত্রণার কথাও

উদ্ধব জমানায় বুলডোজার চলেছিল মুম্বইয়ে কঙ্গনার অফিসে।
Published By: Amit Kumar DasPosted: 02:05 PM Mar 25, 2025Updated: 02:05 PM Mar 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে নিয়ে কৌতুক ও গদ্দার মন্তব্যে তেতে উঠেছে রাজনীতি। শিণ্ডে সমর্থকদের কোপের মুখে পড়েছেন কৌতুক শিল্পী কুণাল কামরা। এই ইস্যুতেই শিণ্ডের পাশে দাঁড়িয়ে কুণালকে একহাত নিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। পাশাপাশি তাঁর মুখে উঠে এল ৫ বছর আগে উদ্ধব সরকারের আমলে তাঁর মুম্বইয়ের অফিসে বুলডোজার অভিযান চালানোর যন্ত্রণার কথা।

Advertisement

সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে নিজের চেনা ভঙ্গিতে কৌতুক করতে গিয়ে মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনীতি, শিব সেনার দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাকে কটাক্ষ করেন কুণাল। নাম না করে একনাথ শিণ্ডেকে কটাক্ষ করে গান বাঁধেন। উপমুখ্যমন্ত্রীকে ‘গদ্দার’ বলতেও ছাড়েননি তিনি। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তেতে ওঠেন শিণ্ডে সমর্থকরা। যে হোটেলে এই শো রেকর্ড করা হয়েছিল, রবিবার সেখানে হামলা চালায় শিব সেনা (শিণ্ডে) সমর্থকরা। কুণালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকী তাঁকে দেশছাড়া করারও হুঁশিয়ারি দেওয়া হয়। এই ঘটনা নিয়ে রাজনৈতির মহলে যখন জোর চর্চা শুরু হয়েছে, তখন শিণ্ডের পাশে দাঁড়িয়ে কুণালকে একহাত নিতে দেখা গেল কঙ্গনাকে।

মঙ্গলবার সংসদ চত্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উদ্ধব আমলের বুলডোজার হামলার কথা তুলে কঙ্গনা বলেন, "আমার সঙ্গে যা ঘটেছিল তা নিয়েও উনি (কুণাল কামরা) মসকরা করেছিলেন। সেই ঘটনাকে এর সঙ্গে আমি জুড়ব না। তবে আপনি যেই হন না কেন কাউকে এভাবে মজা করা ঠিক নয়, আপনি কৌতুকের নামে ওনাকে (একনাথ শিণ্ডে) অপমান করছেন। উনি একসময় রিকশা চালিয়েছিলেন। আজ নিজের যোগ্যতায় এই জায়গায় পৌঁছেছেন। তাঁকে এভাবে অপমান মানা যায় না। এরা কারা? এরা জীবনে কিছু করতে পারে না। কৌতুকের নামে এরা মানুষকে অপমান করে, মা-বোনকে অপমান করে। আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।" পাশাপাশি উদ্ধব জমানায় নিজের অফিসে বুলডোজার হামলার তত্ত্ব তুলে ধরে তিনি বলেন, "সেই সময় আমার সঙ্গে যা করা হয়েছিল তা অন্যায় ছিল। এখন যেটা হচ্ছে সেটা আইন মেনে হচ্ছে এখানে কোনও ভুল নেই।"

উল্লেখ্য, ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বলিউডে মাফিয়ারাজের অভিযোগ তুলেছিলেন কঙ্গনা। তাঁর অভিযোগের আঙুল ছিল তৎকালীন উদ্ধবের শিব সেনার জোট সরকারের দিকে। এমনকী মুম্বইকে পাকিস্তানের সঙ্গে তুলনা করেন তিনি। সেই ঘটনার পর উদ্ধব সরকারের রোষানলে পড়েন বলিউড অভিনেত্রী। অবৈধ নির্মাণের অভিযোগ তুলে কঙ্গনার মুম্বইয়ের অফিসে বুলডোজার চালায় পুরসভা। অতীতের সেই ঘটনা স্মরণ করিয়েই এবার সরব হলেন বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শিণ্ডের পাশে দাঁড়িয়ে কুণালকে একহাত নিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত।
  • কঙ্গনার মুখে উঠে এল ৫ বছর আগে উদ্ধব সরকারের আমলে তাঁর মুম্বইয়ের অফিসে বুলডোজার অভিযান চালানোর যন্ত্রণার কথা।
  • ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বলিউডে মাফিয়ারাজের অভিযোগ তুলেছিলেন কঙ্গনা।
Advertisement