অংশুপ্রতীম পাল, মেদিনীপুর: নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দেওয়ার সময় অভিনেতার পায়ে জুতো ছিল বলে অভিযোগ। আর সেই ঘটনার খেসারত দিতে হল টলিউড অভিনেতা বিশ্বনাথ বসুকে। স্থানীয় বাসিন্দাদের একটা অংশ তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
গত ২৫ তারিখ রাতের ঘটনা এটি। পশ্চিম মেদিনীপুরে বেলদায় পটাশপুর পাহাড়িচকের নেতাজি তরুণ সংঘের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা বিশ্বনাথ বসু। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করেন তিনি। তবে সেসময় তাঁর পায়ে জুতো ছিল বলে খবর। মঞ্চে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানও করেন অভিনেতা। তিনি যে ভুল করেছেন, সেই কথা স্বীকারও করে নেন। তবুও মঞ্চ থেকে নামার পরেই স্থানীয়দের একটা অংশ তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁদের মধ্যে অনেকে মদ্যপ ছিলেন বলে খবর।
ভুলবশত তিনি সেই কাজ করেছিলেন। এই কথা স্বীকার করে ক্ষমাপ্রার্থীও হয়েছিলেন অভিনেতা। কিন্তু তারপরেও তাঁকে ছাড়া হয়নি। মারমুখী হয়ে ওঠেন জনতা। বিশ্বনাথ বসুর দেহরক্ষী ও গাড়ির চালক আক্রান্ত হন। এরপর গাড়ি নিয়ে তাঁরা ভয়ে পালিয়ে আসার চেষ্টা করেন। উত্তেজিত জনতাও ওই গাড়ির পিছনে তাড়া করেন। গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকে অভিনেতা আতঙ্কে রয়েছেন বলেও খবর। পুলিশের কাছে এই বিষয়টি জানিয়েওছেন তিনি।
যদিও এই অভিযোগের কথা স্বীকার করেননি তরুণ সংঘের সহ-সম্পাদক পল্লব মাইতি। তিনি জানান, অভিনেতা প্রথমে জুতো পায়ে নেতাজির প্রতিকৃতিতে মালা দেন। অনুষ্ঠান শেষে অভিনেতাকে জুতো খুলে ফের নেতাজিকে মাল্যদানের অনুরোধ করা হয়েছিল। কিন্তু মঞ্চ থেকে নেমেই অভিনেতা গাড়িতে উঠে যান। আর মাল্যদান করেননি তিনি।