shono
Advertisement

প্রেমিকাকে লাগাতার 'হুমকি', অভিনেতাকে ধরপাকড়ে শুটিং সেটে পুলিশ

ওই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
Published By: Sayani SenPosted: 07:33 PM May 08, 2025Updated: 07:33 PM May 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকাকে লাগাতার হুমকি দেওয়ার অভিযোগ। আইনি বিপাকে 'অনুপমা' খ্যাত অভিনেতা যতীন সূরী। আপাতত পুলিশের জালে ওই অভিনেতা। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার 'অনুপমা' শুটিং সেটে আসেন অভিনেতার প্রেমিকা। দু'জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, তারই মাঝে বারবার প্রেমিকাকে হুমকি দেওয়া হয়। তাতে কার্যত অবাক হয়ে যান শুটিং সেটে থাকা বাকিরা। পরিস্থিতি একটাই বেগতিক হয়ে যায় যে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ যতীন সূরীকে আটক করে। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেতাকে। তবে পুলিশ তাঁকে কী জিজ্ঞাসাবাদ করেছে, প্রেমিকার অভিযোগ সত্যি কিনা, সে বিষয়ে অবশ্য মুখে কুলুপ অভিনেতার। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অভিনেতাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তেমনই আবার তরুণীর দাবিও সত্যি কিনা, তাও তদন্তসাপেক্ষ। 

'এক থা রাজা এক থি রানি' এবং 'সৌভাগ্যবতী ভব: নিয়ম অর শারতে লাগু'তে দেখা গিয়েছে অভিনেতা যতীন সূরীতে। চলতি বছরের ফেব্রুয়ারিতে 'অনুপমা' সিরিয়ালে কাজ শুরু করেন। একসময় 'অনুপমা' সিরিয়াল নিয়ে মুখ খোলেন অভিনেতা। তিনি দাবি করেন, তাঁর বাড়ির সকলে এই সিরিয়ালটি দেখেন। অভিনেতার মা-ও অত্যন্ত খুশি হন ছেলে এই সিরিয়ালে কাজের সুযোগ পাওয়ায়। সব ঠিকঠাকই চলছিল। তারই মাঝে প্রেমিকার অভিযোগের ভিত্তিতে আইনি বিপাকে জড়ানোয় বেশ চাপে অভিনেতা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement