অর্ণব দাস: করোনা কালে সাধারণ মানুষের কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে সেই কাহিনি তুলে ধরা হয়েছে ‘ভিড়’ (Bheed) সিনেমায়। তাই তো বাংলায় এসে সাধারণ মানুষের মাঝেই ছবির প্রচার সেরে গেলেন অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। প্রচারের ফাঁকেই জানালেন নিজের কোভিড যন্ত্রণার কাহিনি।
শনিবার সকালেই আগরপাড়ায় পৌঁছান রাজকুমার। প্রথমে ওয়াকাথন-এ যোগ দেন তিনি। তারপর আগরপাড়া নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং জেআইএস ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছবির প্রচার করেন। মঞ্চে উঠে বাস্তব জীবনের নায়কদের সম্বর্ধনা দেন রাজকুমার। এঁদের মধ্যে যেমন বারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার, বেলঘড়িয়া ও খড়দহ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তেমনই রয়েছেন সেই সমাজকর্মীরা যাঁরা করোনা কালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
[আরও পড়ুন: আবাসনের অন্দরে ব্যবসা! দেবের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ প্রতিবেশী]
প্রচারের ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজকুমার। লকডাউনের ঘোষণা যখন হয়েছিল তখন কী অবস্থা হয়েছিল তাঁর? প্রশ্ন করা তারকাকে। উত্তরে রাজকুমার জানান, সেই সময় পত্রলেখাকে নিয়ে গোয়ায় ছিলেন তিনি। আচমকা ঘোষণা শুনেই মুম্বইয়ের দিকে রওনা দেন। এক দিনের মধ্যেই কোনওভাবে মুম্বইয়ে এসে পৌঁছান। অনেকের মতো তাঁরও লকডাউন গৃহবন্দি হয়েই কেটেছে বলে জানান রাজকুমার।
উল্লেখ্য, ২৪ মার্চ ২০২০। সারা ভারতবর্ষে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা। দুঃস্বপ্নের সেই স্মৃতি বড়পর্দায় ফেরাবে অনুভব সিনহা পরিচালিত ‘ভিড়’। ছবিতে রাজকুমার রাও ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেড়নেকর, দিয়া মির্জা, পঙ্কজ কাপুর, আশুতোষ রাণা এবং কৃতিকা কামরা। আগামী ২৪ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ‘ভিড়’।