সন্দীপ্তা ভঞ্জ: কোনও দিনই চ্যালেঞ্জ নেওয়া থেকে মুখ ফেরাননি মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ট্রেক করা, গাছে উঠে ফল পাড়া থেকে শুরু করে সোলো ট্যুরে যাওয়ার পাশাপাশি বাড়ির দুই পোষ্য সন্তানের দায়িত্ব সামলে রাজনীতির ময়দানের দায়িত্ব সামলান তিনি। তারকা সাংসদ এবার পুলিশ সুপারের চরিত্রে। নন্দিতা-শিবপ্রসাদের ‘রক্তবীজ’ (Raktabeej) ছবিতে মিমিকে দেখা যাবে সংযুক্তা মিত্র নামে এক দাপুটে মহিলা পুলিশ অফিসারের চরিত্রে। আর এই ছবির জন্যই প্রথমবার এমন কাজ করতে হয়েছে, যা এর আগে তিনি কখনও করেননি।
প্রথমবারেই বুলেটের মতো পেল্লাই সাইজের বাইক চালাতে হয়েছে মিমি চক্রবর্তীকে। যাঁরা বাইক চালান, তাঁরা জানেন যে, এটা কতটা চ্যালেঞ্জিং। কারণ বুলেট খুব ভারী বাইক। তার জন্য অবশ্য কসরতও করতে হয়েছে অভিনেত্রীকে। ‘রক্তবীজ’-এর এক চেজিং সিকোয়েন্সের শুটিংয়ের দিন কয়েক আগে থেকেই নিজের বিলাসবহুল আবাসনের ভিতরে নিত্যদিন বাইক চালানো প্র্যাকটিস করেছেন মিমি। তারকা সাংসদ বলছেন, “তারপরই রাস্তায় বুলেট চালানোর সাহস সঞ্চয় করেছি।”
সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর কাছে মিমি চক্রবর্তী জানালেন, “যদিও শুটের আগে প্র্যাকটিস করেছিলাম, তবে হাইওয়েতে চালানো খুব একটা সহজ নয়! কারণ সেখানে অনবরত ট্রাক বা অন্য অনেক গাড়ি চলতেই থাকে। কিংবা মানুষজনও চলাচল করেন। আবার হুট করে কোনও পশুও চলে আসতে পারে! উপরন্তু সামনে ক্যামেরা। শুটের সময় এটাও মাথায় চলছিল যে, যদি কোনওরকম দুর্ঘটনা ঘটে যায়! তাই হাইওয়েতে খুব সাবধানে চালাতে হয়েছিল। নার্ভাস ছিলাম বটে! তবে হ্যাঁ শুটিংটা ভালভাবেই উতরে গিয়েছে।”
[আরও পড়ুন: এবার বক্স অফিসে ‘করণ-অর্জুনে’র ‘খেলা হবে’! আসছে ‘টাইগার ভার্সেস পাঠান’, কবে শুটিং?]
গ্ল্যামারদুনিয়ায় অভিনেত্রী হিসেবে পা রেখেছিলেন দাপুটে পরিচালক ঋতুপর্ণ ঘোষের হাত ধরে। সেই একটি ধারাবাহিকেই বাজিমাত! ছোটপর্দা থেকে বড়পর্দার নায়িকা হিসেবে নাম লেখান। তারপর ইন্ডাস্ট্রিতে একযুগ কাটিয়ে ফেলেছেন। এখন অবশ্য বেছে বেছেই কাজ করেন মিমি। শোনা যাচ্ছে, এক হিন্দি ওয়েব সিরিজেও কাজ করেছেন। নন্দিতা-শিবপ্রসাদের হাত ধরেই ‘পোস্ত’র হিন্দি রিমেকে পরেশ রাওয়ালের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী।