সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের পর থেকেই রামলালার দর্শন করতে পুণ্যার্থীদের ঢল নেমেছে অযোধ্যায় (Ayodhya)। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদুনিয়ার তারকারাও রামজন্মভূমির দর্শন করে এসেছেন। আর সেই প্রেক্ষিতেই অযোধ্যায় বর্তমানে হোটেল ব্যবসার রমরমা। স্থানীয় বাসিন্দাদের রোজগারও বেড়েছে। অভিনেত্রী সুরভি তিওয়ারিও (TV Actress Surbhi Tiwari) রামমন্দিরে গিয়ে পুজো দিতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই বিপাকে পড়তে হয় অভিনেত্রীকে।
সুরভি টেলিভিশনের জনপ্রিয় মুখ। ‘কাহানি ঘর ঘর কি’র মতো একাধিক শোয়ে তাঁকে দেখা গিয়েছে। সেই অভিনেত্রীকেই কিনা অযোধ্যায় হোটেল বুক করতে গিয়ে সাইবার প্রতারণার শিকার হতে হল! অনলাইনে অযোধ্যার এক সুসজ্জিত ধর্মশালা দেখে সেখানে দেওয়া হোয়াটস অ্যাপ নম্বরে যোগাযোগ করেছিলেন সুরভি। তার পরই বুঝতে পারেন এটা পুরোপুরি স্ক্যাম। কী করে টাকা খোয়ালেন অভিনেত্রী?
সংবাদ মাধ্যমের কাছে নিজেই জানিয়েছেন সুরভি। অভিনেত্রী জানান, হোয়াটসঅ্যাপে কথা বলা ওই ব্যক্তি সিকিউরিটি ডিপোজিট হিসেবে একটা অঙ্কের টাকা চেয়েছিলেন। পর পর ২ বার একই অঙ্কের টাকা চান তিনি। সুরভি যখন পালটা দুবার পেমেন্টের কারণ জানতে চান, ওই ব্যক্তি তারপরই কৌশলী আচরণ করা শুরু করেন। বলেন, একবার টাকা দিলেই হবে। তখনই ৫ হাজার টাকা দেন সুরভি তিওয়ারি। এরপর ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপের সমস্ত চ্যাট ডিলিট করে দেন। তারপরই অভিনেত্রীর সন্দেহ হয়!
[আরও পড়ুন: উদয়পুরে বিয়েতে গিয়ে অঘটন! অসুস্থ ধর্মেন্দ্র, বাবা কেমন আছেন? জানালেন ববি দেওল]
ওই ৫ হাজার টাকা ফেরৎ পাওয়া তো দূরঅস্ত! উদ্বিগ্ন সুরভি এটা ভেবেই শান্তি পাচ্ছেন যে, তাঁর গুগল পে নম্বর অন্য ফোনে থাকায় ওই প্রতারকের ফাঁদে পা দিয়ে আর কোনও টাকা খোয়াননি তিনি। এরপরই অযোধ্যার স্থানীয় সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করে সুরভি তিওয়ারি জানতে পারেন যে এই নামে কোনও হোটেলই নেই সেখানে। ২৯ ফেব্রুয়ারি প্রতারণার শিকার হওয়ার পর পয়লা মার্চ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিনেত্রী চান, ভবিষ্যতে আর কোনও পুণ্যার্থী যেন অযোধ্যায় গিয়ে এরকম সাইবার প্রতারণার শিকার না হন! তাই আগেভাগেই সকলকে সতর্ক করে দিলেন তিনি। হুটহাট করে কোনও স্ক্যানার যেন কেউ ফোনে স্ক্যান করে টাকা না দেন, সেটাও অনুরোধ করেন তিনি।