সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ার রমরমার যুগে নেটিজেনদের কাছে ট্রোলড হওয়া নিতান্তই জলভাত। সময়ে-অসময়ে অভিনেতা-অভিনেত্রীদের কটাক্ষ করতে ছাড়ে না নেটপাড়া। এবার ফের তার শিকার অভিনেত্রী স্বস্তিকা দত্ত। প্রায় আট বছর পর স্নেহাশিস চক্রবর্তীর 'ব্লুজ প্রোডাকশনের নতুন ধারাবাহিকে ফিরেছেন স্বস্তিকা। অন্যদিকে ২০২৩ সালে দর্শক স্বস্তিকাকে শেষ দেখেছিলেন 'তোমার খোলা হাওয়া' ধারাবাহিকে। আর এবার 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকে তাঁর প্রত্যাবর্তন যেন টেলিপর্দার দর্শকের মনে এক আলাদা অনুভূতি তৈরি করেছে। ধারাবাহিকের নামভূমিকায় স্বস্তিকা নিজেই। কিন্তু প্রশ্ন হঠাৎ তাঁকে কেন নেটমাধ্যমে ট্রোল হতে হল? তাহলে বলি, শুধুমাত্র একটা বানান ভুল লেখার জন্যই অভিনেত্রীকে শবক শেখালেন নেটিজেনরা। এরপর ক্ষমাও চাইলেন অভিনেত্রী। আসলে ঠিক কী ঘটেছিল?
সমস্যার সূত্রপাত এই নতুন ধারাবাহিকের একটি পর্বকে ঘরে। যেখানে ক্লাসরুমের বোর্ডে দেখা যাচ্ছিল লেখা রয়েছে ইংরাজি হরফে 'নলেজ ইজ পাওয়ার'। কিন্তু সেই ইংরেজি বানানে 'নলেজ' শব্দটির ভুল বানান চোখ এড়ায়নি দর্শকের। সেখানে নেই 'ডি'-এর অস্তিত্ব। আর তা দেখেই রে রে করে ওঠে সোশাল মিডিয়া। ট্রোল হতে হয় অভিনেত্রীকে। অনেকেই প্রশ্ন তোলেন, 'যেখানে ধারাবাহিকের প্রেক্ষাপট শিক্ষাঙ্গন সেখানে এমন ভুল হয় কীভাবে?' স্বস্তিকার পাশাপাশি ধারাবাহিকের অন্যান্যদের কাছে এই প্রশ্ন তুলে ধরেছে নেটিজেনরা। আর এই ঘটনাতেই এবার মুখ খুললেন স্বস্তিকা। ফেসবুক লাইভ করে তাঁর দর্শকের কাছে ক্ষমা চাইলেন। স্বস্তিকা বললেন, "আমি আমার দর্শকের কাছে ক্ষমা চাইছি। বিদ্যা ব্যানার্জি পর্দায় নতুন। ভুল অনেকেরই হয়। ছোটবেলায় অঙ্ক কষতে গিয়ে এরকম ভুল অনেকের হত। এটাও তেমনই। এটা একটা সিলি মিসটেক। তার মানে এই নয় যে আমাদের টিমের সকলে অশিক্ষিত।"
উল্লেখ্য, পর্দায় জার্নি শুরু করেই টিআরপিতে ম্যাজিক দেখিয়েছে স্বস্তিকার ধারাবাহিক। এরপর থেকে ছক্কা হাঁকাচ্ছে প্রতি সপ্তাহে। অন্যদিকে এই শীতে, নতুন বছরে মুক্তি পাবে স্বস্তিকার নতুন ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। ইতিমধ্যেই এই ছবির নতুন গানে 'ট্যাঙ্গো' ঘরানার নাচে কেড়েছেন সকলের দৃষ্টি।
