shono
Advertisement
Riju Biswas

বিতর্কিত মন্তব্যেই ছিঁড়েছে ভাগ্যের শিকে, বড়পর্দায় ঋজু কবে বলবেন 'ইউ লুক গুড ইন শাড়ি'?

শুরু হয়েছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ।
Published By: Arani BhattacharyaPosted: 05:23 PM Dec 20, 2025Updated: 05:23 PM Dec 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ের টেলিপর্দার জনপ্রিয় অভিনেতা ছোটপর্দা থেকে দূরে থাকার সঙ্গে সঙ্গেই চলে গিয়েছিলেন লোকচক্ষুর অন্তরালে। কিন্তু হঠাৎই তাঁর বিতর্কিত মেসেজের জেরে ফের উঠে আসেন চর্চায়। শুধু তাই নয়, একইসঙ্গে আসে অভিনয়ের সুযোগ, তাও আবার বড়পর্দায়। সৌভিক ভট্টাচার্য পরিচালিত ছবিতে দেখা যাবে ঋজুকে। ইতিমধ্যেই ছবির শুটিংপর্ব সারা। শুরু হয়েছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ।

Advertisement

সাম্প্রতিককালে শাড়ি বিতর্কে চর্চার শিরোনামে উঠে আসেন অভিনেতা। সোশাল মিডিয়ায় মহিলাদের তাঁর পাঠানো ‘ইউ লুক গুড ইন শাড়ি’ মেসেজই তাঁকে তুলে নিয়ে এসেছিল চর্চায়। কেন এই মেসেজ পাঠিয়েছেন তিনি বিভিন্ন মহিলাদের তা নিয়েও মুখ খুলেছিলেন অভিনেতা। সাফাইও দেন তিনি সোজাসাপটা। আর তাঁর পাঠানো এই মেসেজই তাঁর ছবির মূল ‘ক্যাচলাইন’। ছবিত নাকি তার মুখে শোনা যাবে 'ইউ লুক গুড ইন শাড়ির'র মতো সংলাপ। কাজেই বলা যায় যে মন্তব্য করে সোশাল মিডিয়ায় চর্চায় উঠে এসেছিলেন ঋজু সেই মন্তব্যের জেরেই বলা যায় অভিনেতার ভাগ্যের শিকে ছিঁড়েছে। এই ছবিতে এক দম্পতির গল্পই মূলত ফুটে উঠবে। তাঁদের মধ্যেকার ভালোবাসার গল্প, বন্ধুত্ব যেমন ফুটে উঠবে তেমনই ফুটে উঠবে সম্পর্কের টানপড়েনের গল্পও। কীভাবে আপাতদৃষ্টিতে বাইরে থেকে মজবুত সম্পর্কের বুনোট মনে হলেও তার মধ্যে কতটা ফাঁক থেকে যায় সেরকমই সম্পর্কের গল্প নিয়ে বোনা হবে এই ছবি। ছবির নাম 'উপসংহার'। ঋজুর বিপরীতে দেখা যাবে পায়েল রায়কে। এছাড়াও ছবিতে রয়েছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ও।

এই ছবি নিয়ে পরিচালক জানিয়েছেন, 'এই ছবিতে সম্পর্কের ওঠাপড়ার পাশাপাশি সম্পর্কের মনস্তাত্বিক দিকও তুলে ধরা হবে। উল্লেখ্য, এই শাড়ি বিতর্ক নিয়ে এর আগে সাফাই দিয়ে ঋজু বলেছিলেন, “শাড়িতে ভালো লাগছে বলা কোন অপরাধ নয়। আমি তো কোনও আপত্তিকর মন্তব্য করিনি। শাড়িতে ভাল লাগছে কিনা জিজ্ঞেস করেছি। এখানে ভুলটা কোথায়?” ঋজুর মুখে এই মন্তব্যকেই ছবির সংলাপে রূপান্তরিত করেছেন পরিচালক এটা শুনে অনেকেই প্রশ্ন করেছেন বিতর্ক তৈরি হবে না তো এই নিয়ে? তাতে পরিচালকের মত স্বামী তাঁর স্ত্রীকে প্রশংসা করতেই পারেন। এতে তো কোনও দোষ নেই।" এখনও ছবি মুক্তির দিন ঘোষণা না করা হলেও খুব তাড়াতাড়ি যে 'উপসংহার' মুক্তি পাবে তার ইঙ্গিত মিলছে ছবির টিমের তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাম্প্রতিককালে শাড়ি বিতর্কে চর্চার শিরোনামে উঠে আসেন অভিনেতা।
  • সোশাল মিডিয়ায় মহিলাদের তাঁর পাঠানো ‘ইউ লুক গুড ইন শাড়ি’ মেসেজই তাঁকে তুলে নিয়ে এসেছিল চর্চায়।
  • কেন এই মেসেজ পাঠিয়েছেন তিনি বিভিন্ন মহিলাদের তা নিয়েও মুখ খুলেছিলেন অভিনেতা।
Advertisement